/indian-express-bangla/media/media_files/2025/11/03/dev-diwali-2025-date-time-puja-remedies-benefits-2025-11-03-13-05-45.jpg)
ঘরে কোথায় প্রদীপ জ্বালালে মিলবে বিশেষ শুভ ফল? জেনে নিন পূজার সঠিক সময়
Dev Deepawali 2025: ঘরে কোথায় প্রদীপ জ্বালালে মিলবে বিশেষ শুভ ফল? জেনে নিন পূজার সঠিক সময়
এই বছর দেব দীপাবলির পবিত্র উৎসব পালিত হচ্ছে ৫ নভেম্বর, বুধবার। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে এই উৎসব পালন করা হয়, এবং বিশেষভাবে গঙ্গার ঘাটে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবতাদের উদ্দেশে তা অর্পন করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই দিনেই ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। সেই উপলক্ষে দেবতারা পৃথিবীতে নেমে এসে প্রদীপ জ্বালিয়েছিলেন। সেই থেকেই এই দিনটি “দেব দীপাবলি” বা “দেবতাদের দীপাবলি” নামে পরিচিত।
আরও পড়ুন- মাত্র ১০,৯৯০ টাকায় ল্যাপটপ! দাম নামল অর্ধেকেরও নীচে, পাবেন চোখ কপালে তোলা ফিচার
যারা গঙ্গায় গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন না, তারা ঘরে বসেও এই শুভ দিনটি পালন করতে পারেন। বিশ্বাস করা হয়, দেব দীপাবলির দিনে প্রদোষ কালের সময়—অর্থাৎ বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের মধ্যে—প্রদীপ জ্বালালে বিশেষ শুভ ফল পাওয়া যায়।
এই দিনে প্রথমে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত। তারপর ঘরের ঠাকুর ঘরে ঘি-র প্রদীপ জ্বালিয়ে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো করা শ্রেয়। এতে তাদের আশীর্বাদে জীবনের দুঃখ-কষ্ট দূর হয় বলে মনে করা হয়।
শাস্ত্র অনুযায়ী, দেব দীপাবলিতে শুধু মন্দিরেই নয়, বাড়ির কিছু নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানোও অত্যন্ত শুভ। যেমন—প্রবেশদ্বার, তুলসী গাছের কাছে, রান্নাঘরের জলাধারের কাছে, উঠোনে এবং বাড়ির উত্তর-পূর্ব কোণে প্রদীপ জ্বালানো শুভ ফল বয়ে আনে। এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং শান্তি ও সুখের পরিবেশ সৃষ্টি হয়।
আরও পড়ুন-তুমুল চাহিদাতে সোনার দাম বাড়ল না কমল? জানুন দিল্লি, মুম্বই এবং কলকাতায় আজ হলুদ ধাতুর দর
প্রদীপের সংখ্যাও এই দিনে বিশেষ গুরুত্ব বহন করে। ভক্তরা সাধারণত ৫, ৭, ১১, ২১, ৫১ বা ১০৮টি প্রদীপ জ্বালান। আবার কেউ কেউ ৮ বা ১২ মুখ বিশিষ্ট প্রদীপ ব্যবহার করেন, যা ভগবান শিবের আরাধনায় অত্যন্ত শুভ বলে মানা হয়।
প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন পালিত হয় দেব দীপাবলি উৎসব। এই বছর দেব দীপাবলি ২০২৫ পালিত হচ্ছে বুধবার, ৫ নভেম্বর। শুভ সময় বা প্রদোষ কাল নির্ধারিত হয়েছে বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিন ভগবান শিব ত্রিপুরাসুর নামক রাক্ষসকে বধ করেছিলেন, এবং দেবতারা পৃথিবীতে নেমে এসে প্রদীপ জ্বালিয়ে আনন্দ উদযাপন করেছিলেন। দীপাবলির প্রায় ১৫ দিন পরে পালিত এই উৎসবটি ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে।
শাস্ত্র অনুযায়ী, দেব দীপাবলির সকালে বিশেষ কিছু আচার পালন করলে জীবনে শুভ ফল লাভ হয়। এই দিন ভোরে উঠে গঙ্গা স্নান করা শ্রেয়। যদি গঙ্গা স্নান সম্ভব না হয়, তবে গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে স্নান করে বাড়ির চারপাশে গঙ্গাজল ছিটিয়ে দিতে পারেন। এরপর হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। সন্ধ্যাবেলায় প্রদোষ কালে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।
এই দিনে ঘি বা তিলের তেলে ভরা মাটির প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ।
দেব দীপাবলির দিনে শিবলিঙ্গে গঙ্গাজল ও দুধ দিয়ে অভিষেক করাও বিশেষভাবে শুভ বলে ধরা হয়। “ওঁ নমঃ শিবায়” মন্ত্র জপ করলে রাহু-কেতুর দোষ থেকে মুক্তি পাওয়া যায় । এছাড়া, দারিদ্র্য দূর করার জন্য এই দিনে তুলসী পাতার মালা দিয়ে ভগবান বিষ্ণুর পূজো করা এবং সাতটি লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালানোও অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়।
আরও পড়ুন- ৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us