লোকসভা ভোটের আগে মারাত্মক অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের। আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে খুন হতে পারে কেশপুরে। নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে এমনই ভয়ঙ্কর আশঙ্কার কথা শুনিয়েছেন অভিনেতা তথা ঘাটাল কেন্দ্রের বিদায়ী সাংসদ দীপক অধিকারী। দেবের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বিজেপি নিজের দলের কর্মীকে খুন করে করবে দোষ চাপাবে তৃণমূলের উপর এমন আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা-সাংসদ দেবের। তার সংবাদ মাধ্যমের সামনেই এমন ষড়যন্ত্রের গন্ধে তোলপাড় রাজ্য-রাজনীতি।
ঠিক কী বলেছেন দেব? দেব এদিন বলেন, "বিজেপি প্রার্থী এবং দল ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য উঠে পড়ে লেগেছে। যেভাবে তারা সন্ত্রাস করার চেষ্টা করবে তা আগে থেকেই সংবাদ মাধ্যমের প্রশাসন ও কমিশনকে জানিয়ে দিলাম। আমার কাছে খবর কাছে কেশপুরে তারা কোন একটা খুনের 'ষড়যন্ত্র' করছে। আর তার দায় চাপাবে তৃণমূলের উপর। ওরা জেনেই গিয়েছে ঘাটাল লোকসভা আসনে জেতার কোন সম্ভাবনা নেই। তাই বিজেপি মৃত্যুর রাজনীতি করছে। বিজেপি প্রার্থী-কর্মীরা তাদের কর্মীকেই খুন করবে। আমি কেশপুরে বিগত দশ বছর ধরে শান্তি রেখেছি শান্তি বজায় রাখার চেষ্টা করেছি।"
দেব এদিন সংবাদ মাধ্যমের আরও দাবি করেন, “মানুষ বিজেপির পাশে নেই,ওদের নিজেদের দলের কর্মীরাই ওদের সঙ্গে নেই"। সেই সঙ্গে ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। এদিকে দেবের বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বলেন, “দেব প্রকাশ্যে বিজেপি কর্মীকে খুনের কথা বলেছেন। তাই তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছি"।
উল্লেখ্য, ২৪-এর লোকসভা নির্বাচনে প্রথম থেকেই জমে উঠেছে ঘাটালের নির্বাচনী লড়াই। গত দু'বারের সাংসদ তথা অভিনেতা দেবকে এবারেও ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির প্রার্থী করা হয়েছে বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। এদিন বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে নিশানা করে দেব আরও বলেন, ' আসলে ও পাগল হয়ে গিয়েছে। গত দশ বছরে ও এবং ওর দল মানুষের জন্য কী করেছে? এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছে । ভোটের আগে শিরোনামে আসার জন্য যা ইচ্ছা তাই বলছে। এসব না বললে ও হেডলাইনেও আসবে না'।