Advertisment

Dev At Ed Office: সাড়ে ৮ ঘণ্টা পর ইডি দফতর থেকে রেহাই দেবের, কী বললেন?

Cow Smuggling Case: ২০২৩ সালে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ। তাঁর অভিযোগ, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ। দেব পাল্টা জানিয়েছিলেন, তথ্যপ্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ।

author-image
IE Bangla Web Desk
New Update
dev actor and mp shared if he is married and have a son Tollywood news

Dev News- কী উত্তর দিলেন দেব?

DEV ED: প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর দিল্লির ইডি দফতর থেকে বেরোলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। গরুপাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল বুধবার। সকাল ১১টার আগে রাজধানীর ইডির সদর দফতরে হাজিরা দেন দেব। সেখান থেকে বেরোন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ।

Advertisment

ইডির সদর দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সামান্য কিছু কথা বলেন দেব। বলেন, 'হাসি মুখে গিয়েছি, হাসি মুখে ফিরলাম। আমি তো চুরি করিনি। তাই কোনও ভয় নেই। আগেও বলেছি, যত বার ডাকবে, তত বার আসব। বাকি কথা ইডি বলবে। এ সব নিয়ে এখন বেশি কথা না বলাই ভাল। আমার ফ্লাইটটা মিস্‌ হয়ে যাবে।'

এরপরই দেব গাড়িতে উঠে যান। জানা গিয়েছে, বুধবার রাতেই তিনি কলকাতায় ফিরছেন। ইডি দফতর থেকে সরাসরি বিমানবন্দরের দিকে যায় তাঁর গাড়ি। দেব জানিয়েছেন, আপাতত তাঁকে আর ডাকা হয়নি।

আরও পড়ুন- Mamata Banerjee: ‘এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলবেন’, ২১শের মঞ্চেও ‘খালিস্তানি’ ইস্যুতে সরব মমতা

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ়াম প্যালেসে দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছিল, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। সেই কারণে তাঁকে ডাকা হয়েছিল বলে মনে করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে দেব জানিয়েছিলেন, 'একজন ব্যক্তিকে চিনি কি না, সেই বিষয়ে জানতে চাওয়া হয়। আমার বক্তব্য জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।'

২০২৩ সালে দেবের বিরুদ্ধে নিয়োগ 'দুর্নীতি'তে জড়িত থাকার অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ। তাঁর অভিযোগ ছিল, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন ঘাটালের সাংসদ। দেব পাল্টা জানিয়েছিলেন, তথ্যপ্রমাণ থাকলে যেন ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ। বুধবারও এই নিয়ে প্রশ্ন করা লে দেব জানান যে, তিনি এনামুলকে চেনেন না। তাঁর কাছে থেকে কোনও টাকাও দেবের অ্যাকাউন্টে ঢোকেনি।

Enforcement Directorate Dev Cow Smuggling tmc Ghatal
Advertisment