Advertisment

বিদায় ১৪২৯, স্বাগত ১৪৩০! পয়লা বৈশাখে কালীঘাট-দক্ষিণেশ্বর-তারাপীঠে ভক্তদের ঢল

ভালো কাটুক নতুন বছর, এই কামনায় মন্দিরে-মন্দিরে পুজো দিতে লম্বা লাইন।

author-image
IE Bangla Web Desk
New Update
devotees gathered to give puja at Tarapith Dakshineswar Kalighat temple on poila baisakh

পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে লম্বা লাইন।এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

বিদায় ১৪২৯, স্বাগত ১৪৩০। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই পাশাপাশি দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল। বছরভর ভালো কাটার প্রার্থনা। সকাল থেকেই মন্দিরে-মন্দিরে লম্বা লাইন। তীব্র রোদের ঝাঁঝ উপেক্ষা করেই ভক্ত সমাগম।

Advertisment
publive-image
পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে ঢল ভক্তদের। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

ফের এক নতুন বছরের শুরু। বাংলার ১৪৩০ সালের প্রথম দিনে রাজ্যের কোনায় কোনায় মন্দিরে-মন্দিরে পুজো দেওয়ার ঢল। সকাল থেকেই বিপুল ভক্ত সমাগম দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরে। পুজো দিতে লম্বা লাইন। বিপুল ভক্ত সমাগমের জেরে নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়েছে।

publive-image
দক্ষিণেশ্বরের মা ভবতারিণী।

অন্যদিকে কালীঘাট মন্দিরেও এদিন সকাল থেকে ভক্তদের লম্বা লাইন চোখে পড়েছে। মা কালীর কাছে গোটা বছরটা ভালো থাকার প্রার্থনা সকলের। একই ভিড় বীরভূমের তারাপীঠেও। সকাল সকাল পুজোর ডালি সাজিয়ে হাজির পুন্যার্থীরা।

publive-image
ডালা নিয়ে পুজোর লাইনে ভক্ত।

অন্যদিকে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাচে-গানে-কবিতায় বৈশাখ বরণে দিকে-দিকে নজরকাড়া অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। সব মিলিয়ে প্রকৃতির তীব্র দহনের মাঝেও বাংলার নতুন বছরকে স্বাগত জানানোর মেজাজে ভাঁটা পড়তে দিতে চায় না বাঙালি।

publive-image
সূর্যের প্রখর রোদ উপেক্ষা করেই পুজো দিতে লম্বা লাইন।

সব মিলিয়ে নববর্ষের প্রথম দিনে বাংলা যেন উৎসবমুখর। শ্রদ্ধায়-ভক্তিতে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই মেজাজ আজ শহর থেকে জেলা, সর্বত্রই।

Bengali New Year West Bengal Dakhineswar Kalighat temple Tarapith Temple
Advertisment