বিদায় ১৪২৯, স্বাগত ১৪৩০। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই পাশাপাশি দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল। বছরভর ভালো কাটার প্রার্থনা। সকাল থেকেই মন্দিরে-মন্দিরে লম্বা লাইন। তীব্র রোদের ঝাঁঝ উপেক্ষা করেই ভক্ত সমাগম।
Advertisment
ফের এক নতুন বছরের শুরু। বাংলার ১৪৩০ সালের প্রথম দিনে রাজ্যের কোনায় কোনায় মন্দিরে-মন্দিরে পুজো দেওয়ার ঢল। সকাল থেকেই বিপুল ভক্ত সমাগম দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরে। পুজো দিতে লম্বা লাইন। বিপুল ভক্ত সমাগমের জেরে নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়েছে।
অন্যদিকে কালীঘাট মন্দিরেও এদিন সকাল থেকে ভক্তদের লম্বা লাইন চোখে পড়েছে। মা কালীর কাছে গোটা বছরটা ভালো থাকার প্রার্থনা সকলের। একই ভিড় বীরভূমের তারাপীঠেও। সকাল সকাল পুজোর ডালি সাজিয়ে হাজির পুন্যার্থীরা।
অন্যদিকে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাচে-গানে-কবিতায় বৈশাখ বরণে দিকে-দিকে নজরকাড়া অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। সব মিলিয়ে প্রকৃতির তীব্র দহনের মাঝেও বাংলার নতুন বছরকে স্বাগত জানানোর মেজাজে ভাঁটা পড়তে দিতে চায় না বাঙালি।
সব মিলিয়ে নববর্ষের প্রথম দিনে বাংলা যেন উৎসবমুখর। শ্রদ্ধায়-ভক্তিতে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই মেজাজ আজ শহর থেকে জেলা, সর্বত্রই।