ইন্দির আবাস যোজনার বাড়ি পেতে তৃণমূলের নেতাদের 'কাটমানি' দিতে হয়েছে দলেরই তারকা সাংসদ দেবের ভাইকেও, উঠছে এমনই অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা দেবের জ্যেঠতুতো ভাই সংবাদমাধ্যমের সামনে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন। যদিও অভিযুক্ত দুই তৃণমূল নেতা কাটমানি নেওয়ার কথা অস্বীকার করেছেন।
ইন্দিরা আবাস যোজনার বাড়ি পেতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের নেতাদের 'কাটমানি' দিতে হয়েছে বলে বিস্তর অভিযোগ এর আগে উঠেছে। ঘরে-বাইরে যা নিয়ে তৃণমূলকে বেনজির অস্বস্তিতে পড়তে হয়েছে। কোথাও দেখা গিয়েছে শুধুমাত্র শাসকদলের নেতা বা নেতার আত্মীয় হওয়ার সুবাদেই মিলেছে ইন্দিরা আবাস যোজনার বাড়ি। কোথাও আবার দেখা গিয়েছে সরকারি এই বাড়ি পেতে মোটা টাকা 'কাটমানি' দিতে হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের।
আরও পড়ুন- ‘দুর্নীতিবাজ ধরতে গিয়ে বঞ্চিতদের উপেক্ষা’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় ‘হতাশ’ চাকরিপ্রার্থীদের একাংশ
এবার ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেবের জ্যেঠতুতো ভাই বিক্রম অধিকারী তুললেন ভয়ঙ্কর অভিযোগ। ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাওয়ার আশায় তিনিও নাকি স্থানীয় তৃণমূলকর্মীদের 'কাটমানি' দিয়েছিলেন বলে দাবি তাঁর। যদিও সেই বাড়ি এখনও তিনি পাননি বলেই দাবি তাঁর। দেবের জ্যেঠতুতো ভাই বিক্রম অধিকারী বলেন, '২০১৬ সালে ৭৫ হাজার টাকা এসেছিল। সেই টাকা তুলে পার্টিকে (তৃণমূল) দিতে হয়েছে। আমাদের এখানে পিন্টু চক্রবর্তী, অরুণ রায়দের টাকা দিতে হয়েছে (দুই ব্যক্তিই এলাকার তৃণমূলকর্মী বলে পরিচিত)। বাড়ি ভেঙে যাচ্ছে। জল ঢুকছে বাড়িতে। শিউলি সাহা বলল ঘর দেব, কাজ দেব। আজ পর্যন্ত কিছুই হয়নি। দাদা এবিষয়ে কিছু জানে না।'
এদিকে, কেশপুরের মহিষদার যে তৃণমূলকর্মী পিন্টু চক্রবর্তী, অরুণ রায়দের নামে দেবের ভাই এই অভিযোগ করেছেন তাঁরা অবশ্য তা অস্বীকার করেছেন। তৃণমূলকর্মী পিন্টু চক্রবর্তী বলেন, 'অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারেন দল করাই ছেড়ে দেব।' আরও এক অভিযুক্ত তৃণমূলকর্মী অরুন রায় বলেন, 'এই কথার কোনও ভিত্তি নেই। মিথ্যা অভিযোগ করা হচ্ছে।'