TMC Candidates Dev In Trouble: মাঝ আকাশে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের হেলিকপ্টারে হঠাৎ ধোঁয়া দেখা যাওয়ার আতঙ্ক ছড়ায়। ফলে তড়িঘড়ি মালদার বিমানবন্দরে অবতরণ করানো হয় এই তারকা সাংসদের হেলিকপ্টার। রীতিমতো চোখে মুখে আতঙ্ক নিয়েই টলিউড অভিনেতা দেব মালদা থেকে সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন।
সাংসদ-অভিনেতা দেব মুর্শিদাবাদ যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, 'ঈশ্বরের কৃপায় এ যাত্রায় বেঁচে গিয়েছি। হেলিকপ্টারে হঠাৎ ধোঁয়া দেখায় তড়িঘড়ি মাঝ আকাশ থেকেই সেটি মালদার এয়ারপোর্টে অবতরণ করানো হয়।'
তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের এই কথা প্রসঙ্গে হেলিকপ্টারের পাইলট বলেছেন, 'তেমন কোনও যান্ত্রিক সমস্যা হয়নি। সব ঠিকঠাকই রয়েছে। উনি মালদা এয়ারপোর্টে নামতে বলেছেন বলেই সেখানে হেলিকপ্টারটি অবতরণ করা হয়েছে।'
সূত্রের খবর, দেবের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ নিয়ে দেবের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Kunal VS Partha: ‘বিরোধীদের থেকেও ক্ষতিকারক কুণাল’, তোপ জেলবন্দি পার্থর, ‘সম্মানিত’- দাবি পদ খোয়ানো তৃণমূল নেতার
শুক্রবার দুপুর বারোটায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের রতুয়া এলাকায় ছিল তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেতা দেবের রোড-শো। দলীয় সময়সূচী অনুসারে রতুয়া স্টেডিয়ামে দেবের হেলিকপ্টার অবতরণ করে। এরপর ঘন্টাখানেক রোড-শো করার পর সেখান থেকেই হেলিকপ্টার করে মুর্শিদাবাদের রাণীনগরের উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা দেব। কিন্তু মিনিট দশেকের মধ্যে মালদার আকাশে দেবের হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যেই নাকি ধোঁয়া বেরোতে থাকে বলে অভিযোগ। আর এরপরই মাঝ আকাশ থেকেই তড়িঘড়ি দেব হেলিকপ্টার নিয়েই মালদা এয়ারপোর্টে অবতরণ করে। এই ঘটনার খবর পেয়ে মালদা এয়ারপোর্টে পৌঁছান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যের সহ-সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী সহ জেলা তৃণমূলের একাংশ। পাশাপাশি মালদা এয়ারপোর্টে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। সেখান থেকেই অভিনেতা দেবকে মুর্শিদাবাদে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়।