/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ips.jpg)
IPS স্তরে বিরাট অদলবদল করল রাজ্য সরকার।
South Bengal DG And DIG Of Barasat Changed: সন্দেশখালি নিয়ে বিতর্কের শেষ নেই। কাঠগড়ায় পুলিশের ভূমিকা। এসবের মধ্যেই রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) পদে অদলবদল করল নবান্ন। সরানো হল বারাসতের ডিআইজি-কেও।
গত ৩১ জানুয়ারি এডিজি (দক্ষিণবঙ্গ) পদে নিয়োগ করা হয়েছিল সিদ্ধনাথ গুপ্ত-কে। অশান্ত সন্দেশখালিও ঘুরে দেখেছিলেন এই আইপিএস। দিন সতেরোর মধ্যে ওই পদ থেকে সরানো হল। বর্তমানে এডিজি (দক্ষিণবঙ্গ) পদে বসানো হল আইপিএস সুপ্রতিম সরকারকে। সুপ্রতিম সরকার এত দিন রাজ্য পুলিশের এডিজি (ট্র্যাফিক ও পথ নিরাপত্তা ) পদের দায়িত্বে ছিলেন।
সন্দেশখালি এবং ন্যাজাট থানা বারাসতের ডিআইজির নিয়ন্ত্রণাধীন। বিতর্ক বাড়তেই বারাসতের ডিআইজি সুমিত কুমারকে সরিয়ে দিল প্রশাসন। সেই জায়গায় নিয়ে আসা হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে। গদ ৩১ জানুয়ারি ভাস্কর মুখোপাধ্যায় মালদহ রেঞ্জের ডিআইজি হিসাবে নিয়োগ পেয়েছিলেন। অন্যদিকে বারাসতের ডিআইজি পদ থেকে আইপিএস সুমিত সরকারকে ডিআইজি (নিরাপত্তা) পদে নিয়োগ করা হয়েছে।
রাজ্য পুলিশের এডিজি (দক্ষিমবঙ্গ) এবং বারাসতের ডিআইজি-র নিয়ন্ত্রণাধীন সন্দেশখালি ও ন্যাজাট থানা। ঘটনাচক্রে পুলিশের ওই দুই শীর্ষ পদেই বদল করা হয়েছে।
এদিকে সন্দেশখালির নির্যাতিতাদের গোপন জবানবন্দি ভিত্তিতে সেখানকার দুই তৃণমূল নেতা তথা শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবপ্রসাদ হাজরা ও উত্তর সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। যোগ করা হয়েছে খুনের চেষ্টার ধারাও। শনিবার সন্ধ্যায় বসিরহাট পুলিশ জেলার এসপি জেবি থমাস এই তথ্য জানিয়েছেন।