Advertisment

DG Rajeev Kumar At Sandeshkhali: সন্দেশখালিতে দাঁড়িয়ে ফের হুঁশিয়ারি ডিজি রাজীব কুমারের, সংবাদ মাধ্যমকেও সতর্কবার্তা

Sandeshkhali Unrest: অগ্নিগর্ভ বেড়মজুর। সেখানে এদিন মহিলারা ঝাঁটা-লাঠি হাতে রাস্তায় নেমেছেন, জ্বলেছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়িঘরে চলেছে বেপরোয়া ভাঙচুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Election Commission removed Rajeev Kumar from the post of DG of West Bengal after the Lok Sabha polls were announced , লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরই পশ্চিমবঙ্গের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

IPS Rajeev Kumar: আইপিএস রাজীব কুমারকে নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের।

Sandeshkhali Unrest: শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত সন্দেশখালি। অগ্নিগর্ভ বেড়মজুর। সেখানে এদিন মহিলারা ঝাঁটা-লাঠি হাতে রাস্তায় নেমেছেন, জ্বলেছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়িঘরে চলেছে বেপরোয়া ভাঙচুর। এসবের মধ্যেই শুক্রবার সকালে সেখানে পৌঁছে গিয়েছিলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার। তারপর সন্দেশখালিতে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

Advertisment

এদিন বেড়মজুরে যখন বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন তিনি, তখনই আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। স্ত্রী-মেয়েকে শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যা জানতে পেরেই শুক্রবার সকালে সন্দেশখালিতে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা ঘটছে, তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন ডিজি। বলেন, 'যাঁরা আইন ভাঙার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ হবে।' অর্থাৎ জনরোষকে যে কোনওমতেই প্রশ্রয় দেওয়া হবে না, তা পরিষ্কার করে দিন ডিজি।

আরও পড়ুন- Sandeshkhali-Sheikh Shahjahan: শাহজাহান কি বাংলাদেশে? ফেরার তৃণমূল নেতাকে জালে তুলতে দুরন্ত ছক ED-র

ডিজি রাজীব কুমার বলেন, 'যাঁদের ওপর অন্যায় হয়েছে, তাঁদের আমরা আশ্বস্ত করছি। আমরা ক্যাম্প শুরু করেছি। কালকেও অনেকে জমি পেয়েছেন। জেলাশাসকের তরফ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগে অভিযোগ উঠছিল মহিলাদের ওপর অত্যাচার হচ্ছিল। আমরা যখন ওই বিষয়টা দেখছি, তখন আবার বাড়ি ভাঙচুর হচ্ছে।'

আরও পড়ুন- Sandeshkhali Unrest: মহিলাদের ঝাঁটা-লাঠি হাতে বিক্ষোভের আগুনে সন্দেশখালি, আগুন তৃণমূল নেতার ভেড়ির ঘরে, আটক লকেটরা

এদিন সংবাদমাধ্যমকেও সচেতন করেন ডিজি। বলেন, 'কালকে একটা জমি ফিরিয়ে দেওয়া হয়েছে গ্রামবাসীদের হাতে। পরেরদিন সংবাদমাধ্যমে সেখানে এমনভাবে দেখানো হল, যাতে গ্রামবাসীরা সেই জমি নিজেই নিয়ে নিচ্ছেন। সংবাদমাধ্যম যেন মানুষকে প্ররোচনা না দেন। যে আইন ভাঙবে, তার বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেওয়া হবে। কোথাও আইনে এরকম নিয়ম নেই, যে আমার প্রতি অন্যায় হয়েছে, আমরা আইন ভাঙতে পারি। যারা বাড়ি ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে বলব আমার অফিসারদের।'

tmc Sandeshkhali Rajeev Kumar
Advertisment