/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/dhana-dhanya.jpg)
সন্ধ্যায় ধনধান্যের রূপ।
কলকাতায় এবার বিশ্বমানের অডিটোরিয়াম। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সূচনা করলেন ধনধান্যে অডিটোরিয়ামের। আলিপুরে সৌজন্যের বিপরীতের রাস্তায় একটু এগোলেই দেখা যাবে এই সুন্দর স্থাপত্যের অডিটোরিয়ামটি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/one.jpg)
ধনধান্য বাইরে থেকে দেখতে একেবারে শঙ্খের আকারের। জানা গিয়েছে, ধনধান্য অঢিটোরিয়ামের দৈর্ঘ্য ৫১০ ফুট এবং চওড়া ২১০ ফুট। এই অডিটোরিয়ামে রয়েছে ২ হাজার আসন বিশিষ্ট সভাঘর। সঙ্গে ৫৪০টি আসনের আরও একটি সভাগৃহও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/two.jpg)
এখানেই শেষ নয়, রয়েছে স্ট্রিট থিয়েটার। যেখানে একসঙ্গে ৩০০ দর্শক বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আলাদা অনুষ্ঠানের জন্য থাকবে পৃথক বিভাগ। ব্যাঙ্কোয়েট হল থেকে ফুড পার্ক- সবই রয়েছে এই ইন্ডোর স্টেডিয়ামে। এর নীচে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। পৃথকভাবে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। সবধরণের অত্যাধুনিক পরিষেবার বন্দোবস্ত রয়েছে অতিথিদের জন্য।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/three.jpg)
সাড়ে ৬ হাজার মেট্রিক টন ইস্পাতে শঙ্খের আদলে ধনধান্যে অডিটোরিয়াম গড়ে তোলা হয়েছে। ২০১৬ সালে শুরু হয় এই অডিটোরিয়াম তৈরির কাজ। প্রায় ৪৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ধনধান্য।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/four.jpg)