কলকাতায় এবার বিশ্বমানের অডিটোরিয়াম। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সূচনা করলেন ধনধান্যে অডিটোরিয়ামের। আলিপুরে সৌজন্যের বিপরীতের রাস্তায় একটু এগোলেই দেখা যাবে এই সুন্দর স্থাপত্যের অডিটোরিয়ামটি।
Advertisment
দিনের বেলায় অসাধারণ ধনধান্য
ধনধান্য বাইরে থেকে দেখতে একেবারে শঙ্খের আকারের। জানা গিয়েছে, ধনধান্য অঢিটোরিয়ামের দৈর্ঘ্য ৫১০ ফুট এবং চওড়া ২১০ ফুট। এই অডিটোরিয়ামে রয়েছে ২ হাজার আসন বিশিষ্ট সভাঘর। সঙ্গে ৫৪০টি আসনের আরও একটি সভাগৃহও।
নৈস্বর্গীক
Advertisment
এখানেই শেষ নয়, রয়েছে স্ট্রিট থিয়েটার। যেখানে একসঙ্গে ৩০০ দর্শক বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আলাদা অনুষ্ঠানের জন্য থাকবে পৃথক বিভাগ। ব্যাঙ্কোয়েট হল থেকে ফুড পার্ক- সবই রয়েছে এই ইন্ডোর স্টেডিয়ামে। এর নীচে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। পৃথকভাবে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। সবধরণের অত্যাধুনিক পরিষেবার বন্দোবস্ত রয়েছে অতিথিদের জন্য।
চোখ জুড়ানো
সাড়ে ৬ হাজার মেট্রিক টন ইস্পাতে শঙ্খের আদলে ধনধান্যে অডিটোরিয়াম গড়ে তোলা হয়েছে। ২০১৬ সালে শুরু হয় এই অডিটোরিয়াম তৈরির কাজ। প্রায় ৪৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ধনধান্য।