Advertisment

'ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি', অভিষেকের কথায় ফোড়ন কাটলেন মন্ত্রী!

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যেপাধ্যায়কে তুমুল টিপ্পনি কেন্দ্রীয় মন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhisek Banerjee will hold programme at Diamond Harbour on DYFI Brigade Rally date

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার অভিষেক বন্দ্যেপাধ্যায়কে তুমুল টিপ্পনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। গতকালই টানা জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির সমালোচনায় সরব হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কেন্দ্রীয় এজেন্সিকে অভিষেকের এই আক্রমণের পাল্টা জবাব এবার ধর্মেন্দ্র প্রধানের। 'অভিষেক ব্যানার্জি বিচারক নন, আইন আইনের পথেই চলবে।' শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বিঁধে তিনি আর যা যা বললেন তা নিয়েও জোরদার চর্চা ছড়িয়েছে। তবে পাল্টা তাঁকে আক্রমণ করেও সুর চড়িয়েছে তৃণমূল।

Advertisment

অভিষেককে বিঁধে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান?

"অভিষেক ব্যানার্জি বিচারক নন। উনি বিচারক হওয়ার চেষ্টা যেন না করেন। আইনের আইনের পথেই চলবে। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছেন কেন? এটা তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি-র মতো একটা ব্যাপার। শুধু সারদা বা নারদাই নয়, কয়লা থেকে গরু পাচার, এই বাংলায় সব কিছুই হয়। দুর্নীতিগ্রস্তরাই বাংলার সরকার চালাচ্ছে। আপনার বাড়িতে টাকার পাহাড় যদি পাওয়া যায়, এজেন্সি তো ব্যবস্থা নেবেই।"

আরও পড়ুন- অভিষেক ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি? জানতে চাইল ইডি, সূত্রের খবর চর্চায়!

অভিষেককে এহেন আক্রমণে চটে লাল তৃণমূলও। কেন্দ্রীয় মন্ত্রীকে বিঁধে পাল্টা কী বললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা?

"অভিষেক ব্যানার্জি ভীত-সন্ত্রস্ত নন। ওঁকে যখনই ইডি-সিবিআই ডেকেছে, তখনই উনি গিয়েছেন। সিবিআই-ইডি তাঁকে স্পর্শও করতে পারেনি। গতকালও ৮ ঘণ্টা তাঁকে জেরা করেও কিছু পাওয়া যায়নি। এখানকার বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তো ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে। বিজেপিই তাঁদের ওয়েবসাইটে ওই ভিডিও আপলোড করেছিল। এখন উনি বিজেপির ওয়াশিং মেশিনে চলে গেছেন। তাই ভিডিও-টা সরিয়ে নিয়েছে। তখন আপনারা দুর্নীতি দেখেননি? সারদা-নারদাতেও তাঁর নাম রয়েছে। দুর্নীতি নিয়ে কম কথা বলুন, দুর্নীতিতে আপনারাই যুক্ত।"

আরও পড়ুন- অভিষেকের সম্পত্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, স্ক্যানারে টলি তারকারাও

abhishek banerjee West Bengal cbi ED bjp tmc Recruitment Scam Dharmendra Pradhan
Advertisment