Advertisment

ধূপগুড়ি উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিরোধীদের দাবি মানল কমিশন

বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে পুলওয়ামা কাণ্ডে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে।

author-image
IE Bangla Web Desk
New Update
remaining 485 companies central force are coming to west bengal for panchayat election 2023 says state election , টালবাহানার ইতি, বাংলায় আসছে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রকের

কেন্দ্রীয় বাহিনী। ফাইল ছবি

ধূপগুড়িতে উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। এর আগে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

Advertisment

প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার জেরে নিরাপত্তা জোরদার করার দাবি জানায় বিরোধী দলগুলি। সেই দাবিকে মান্যতা দিয়েই একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।

উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে জেতেন বিষ্ণুপদবাবু। হারিয়েছিলেন তৃণমূলের মিতালি রায়কে। ধূপগুড়ি থেকে প্রথম বিধানসভায় জেতে বিজেপি। তাঁর প্রয়াণের জেরে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন Exclusive: দত্তপুকুরে কোটি কোটি টাকা লাভের রমরমা! বেআইনি কারবারে ব্যবহার বিষাক্ত রাসায়নিকের?

বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে পুলওয়ামা কাণ্ডে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। প্রচার জোরদার চালাচ্ছে বিজেপি। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা উত্তরবঙ্গে পড়ে রয়েছেন। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শান্তনু ঠাকুর, অসীম সরকাররা লাগাতার প্রচার চালাচ্ছেন। জেতা আসন হাতছাড়া করতে নারাজ বিজেপি। পাল্টা এই কেন্দ্রে ঘাসফুল ফোটাতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস।

West Bengal Central Force election commission bjp
Advertisment