Advertisment

Digha-Rath Yatra: সামনেই রথযাত্রা! দিঘায় তুঙ্গে তোড়জোড়, বড় ঘোষণা প্রশাসনের

Digha: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় রাজ্য সরকার জগন্নাথ মন্দির নির্মাণ করছে। পাশের রাজ্য ওড়িশার পুরীতে সমুদ্রের টান ছাড়াও জগন্নাথ মন্দিরের টানেই বছরভর লক্ষ লক্ষ পুন্যার্থী ভিড় জমান। পুরীর মতো দিঘাতেও যাতে পর্যটকরা জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ পান, সেই ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Digha jagannath Temple Rath Yatra 2024 DSDA Announcement, দিঘা জগন্নাথ মন্দির রথযাত্রা

Digha Trip: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Rath Yatra 2024: রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে উঠছে সুবিশাল জগন্নাথ মন্দির। সেই মন্দিরের উদ্বোধন কবে হবে তা নিয়ে সংশয় থাকলেও ওল্ড দিঘায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে তৈরি রথের চাকা গড়বে আগামী ৭ জুলাই নির্ধারিত দিনেই। রথ তৈরির কাজ যেমন চলছে তেমনই রথ টানার রাস্তা প্রস্তুত করতে ব্যস্ত দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। পর্ষদের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করে দেওয়া হয়েছে, নির্মীয়মাণ জগন্নাথ মন্দির থেকে পুরাতন জগন্নাথ মন্দির অর্থাৎ ওল্ড দিঘার সমুদ্রতটে যে জগন্নাথ মন্দির রয়েছে সেখান পর্যন্ত রথ যাবে। পুরাতন জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসাবে ঘোষণা করা হয়েছে।

Advertisment

সেখানেই জগন্নাথ, বলরাম ও শুভদ্রা থাকবেন। নতুন জগন্নাথ মন্দির থেকে পুরাতন জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তার দু'ধারের দোকানপাট, রাস্তার ধারে পার্কিং করা গাড়ি সমস্ত কিছু বৃহস্পতিবার ৯ টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। প্রশাসনের এই নির্দেশ অমান্য করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের এই ঘএাষণার পরেও বেশ কিছু দোকানদার দোকান তুলতে নারাজ। তাঁদের দাবি, পুনর্বাসনের বন্দোবস্ত না হলে তাঁরা দোকান সরাবেন না।

রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘায় রাজ্য সরকার জগন্নাথ মন্দির নির্মাণ করছে। পাশের রাজ্য ওড়িশার পুরীতে সমুদ্রের টান ছাড়াও জগন্নাথ মন্দিরের টানেই বছরভর লক্ষ লক্ষ পুন্যার্থী ভিড় জমান। পুরীর মতো দিঘাতেও যাতে পর্যটকরা জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ পান, সেই ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর এখনই পড়ুন! দুরন্ত দক্ষতায় দারুণ তৎপরতা রেলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই জগন্নাথ মন্দির। এই মন্দির তৈরির কাজ প্রায় শেষের পথে। শীঘ্রই মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মন্দিরে দেব দেবীর মূর্তিও বসানো হয়েছে। এবার শুধু দ্বারোদঘাটনের অপেক্ষা।

আরও পড়ুন- Kolkata Weather Today: রথযাত্রায় প্রবল দুর্যোগের শঙ্কা! আজ বেলা বাড়লেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়!

Purba Medinipur West Bengal Rath yatra Digha
Advertisment