/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/Digha-2.jpg)
Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।
Digha: দিঘায় ফের এক অভূতপূর্ব উদ্যোগ। নজরকাড়া এই তৎপরতার সাক্ষী থাকতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকদের (Tourists) একাংশ। এমন অনন্য কীর্তির প্রশংসাও করছেন প্রত্যেকে।
সরস্বতী পুজোয় (Saraswati Puja) অজন্তা-ইলোরার (Ajanta And Ellora) গুহার (Cave) আদলে মণ্ডপ তৈরি করে সাড়া ফেলে দিয়েছে দিঘার (Digha) রামনগরের একটি ক্লাব। প্রতি বছরেই রামনগরের (Ramnagar) পেজ ইলেভেন ক্লাব সরস্বতী পুজোয় মণ্ডপ তৈরিতে বিশেষ চমক আনে। এবারেও অতীতের ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমানের আঙিনায় মেলে ধরেছে এই ক্লাব। থিমের ভাবনা ও ঐতিহ্যকে ধারক-বাহক মনে করে এগিয়ে চলেছে পেজ ইলেভেন।
এবার এই ক্লাবের সরস্বতী পুজো ১৪ বছরে পড়ছে। এদের থিম- 'মায়ের পায়ে মাথা নিচু, পেজ ইলেভেন সবার উঁচু।' দেবী সরস্বতীর পায়ে ভক্তির শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন পেজ ইলেভেনের সদস্যরা। ১৪ বছর আগে শুরু হওয়া এই সরস্বতী পুজো অল্প দিনেই এলাকায় রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। তিনি এই ক্লাবের পুজোর ভাবনা ও থিমের ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন- Travel: কাঁপাচ্ছে ‘হাওয়াই চটি’! বেড়ানোর তুফানি স্বাদ এতল্লাটেই! দুরন্ত কীর্তিতে উচ্ছ্বসিত পর্যটকরা
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/andal.jpg)
এই সেই পুজোমণ্ডপ।
রামনগরের এই ক্লাবের সরস্বতী পুজোর নানা কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। রামনগর-সহ পার্শ্ববর্তী একাধিক এলাকার বাসিন্দারা এই ক্লাবের পুজো দেখতে ভিড় জমান। অন্যদিকে, দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকদের কেউ কেউ স্থানীয়দের মুখে এই ক্লাবের সরস্বতী পুজোর কথা শুনে তা দেখতে ছুটে যাচ্ছেন।
আরও পড়ুন- Mimi Chakraborty: কাছ থেকে দেখেছেন দেবকে, সবদিক ভেবে ‘ইস্পাতকঠিন’ সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মিমি!
এদিকে, সরস্বতী পুজোর একদিন পরেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2024) । এবছর রামনগর এলাকার বাকি পুজোমণ্ডপগুলিতে তেমন অভিনবত্ব নেই। পুজোর পরের দিন কিছুটা অনুষ্ঠান থাকলেও ১৬ তারিখের পর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও ক্লাবই অনুষ্ঠান করতে পারবে না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তরফে।