/indian-express-bangla/media/media_files/2025/06/25/mamata-2025-06-25-20-04-55.jpg)
Mamata Banerjee-Digha: দিঘার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ।
Rath Yatra 2025-Mamata Banerjee: মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বুধবার সড়ক পথে দিঘায় পৌঁছোবেন। সেই মতো বুধবার দুপুরে সাড়ে ১২টা নাগাদ সড়ক পথে দিঘার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। পূর্ব মেদিনীপুরে ঢুকতেই মোড়ে-মোড়ে দলের প্ল্যাকার্ড-ফেস্টুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে জমায়েত অনুগামীদের। কেউ কেউ মুখ্যমন্ত্রীকে দিতে ফুলের তোড়া নিয়েও দাঁড়িয়েছিলেন। কোলাঘাটের হলদিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি সুজিত রায়, প্রাক্তন সভাপতি অসিত ব্যানার্জি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র ও পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ ট্রাস্টের প্রতিনিধিদের।
তবে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে না নামলেও গাড়ির গতি কমিয়ে তাঁদের হাতজোড় করে নমস্কার করে বেরিয়ে গিয়েছেন। এরপর তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সড়কের উপর অপেক্ষায় থাকা সুতাহাটা ব্লকের দলীয় নেতৃত্ব সহ জেলার নেতৃত্বদের সঙ্গেও একইভাবে গাড়ি আস্তে করে দেখা করে বেরিয়ে যান তিনি। নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়ক ধরে মারিশদা থানা ও স্বাস্থ্যকেন্দ্রে এদিন সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকে তিনি সোজা বেরিয়ে রামনগরে পৌঁছোন। সেখানে অপেক্ষায় থাকা দলের নেতৃত্ব তথা বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ অন্যান্যদের সাথে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নেমে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে চলেন মুখ্যমন্ত্রী। দেখা করেন পড়ুয়াদের সাথে এবং স্থানীয় দলীয় নেতৃত্বের সাথে। সেখান থেকেই তিনি গাড়িতে করে আবার দিঘার উদ্দেশে রওনা দেন। তবে এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দিঘা গেট থেকে ওল্ড দিঘার সৈকতাবাস পর্যন্ত জাতীয় সড়কের দু'ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিঘা গেট দিয়ে ঢুকতেই শুরু হয় বৃষ্টি, তারই মাঝে চলে শঙ্খধ্বনি। ঘড়ির কাঁটা যখন সন্ধে ৬টার ঘরে তখন তিনি ওল্ড দিঘায় ঢোকেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে রাজ্যের এই সৈকতনগরীতে প্রশাসনিক ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- Actor arrested: জনপ্রিয় অভিনেতা গ্রেফতার, তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ
ওল্ড দিঘায় 'দিঘী' ভবনে কিছু সময় কাটানোর পর আজ রাতের দিকে দিঘার জগন্নাথ ধামে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামী শুক্রবার রথযাত্রা। সমুদ্র নগরীতে জগন্নাথ মন্দির তৈরির পর এই প্রথম সেখানে রথযাত্রার আয়োজন হয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে গোটা সৈকত শহর আলোর মালায় সেজে উঠেছে। দিঘাজুড়ে এখন উৎসবের মেজাজ।