Allegation Of Gang Rape Of Tourist In Digha: দিঘায় গণধর্ষণের অভিযোগ। অভিযোগ, দিঘায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার এক পর্যটক মহিলা। জানা গিয়েছে, দিঘায় বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন ওই মহিলা। এই ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে।
অভিযোগ, হোটেল ঠিক করে দেওয়ার নাম করে ওই মহিলা ও তাঁর বন্ধুদেরকে নিয়ে যায় দুষ্কৃতীরা। বন্ধুর সঙ্গে একটি বাইকে ছিলেন ওই মহিলা। অভিযোগ, একটি ফাঁকা জায়গায় সঙ্গী বন্ধুকে আটকে রেখে জোরপূর্বক ওই মহিলাকে টেনে নিয়ে যায় আরও ভিতরে। মুখে চাপা দিয়ে জোরপূর্বক নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয় তাঁকে।
আরও পড়ুন- Abhishek Banerjee: কোথায় তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক? বড় আশঙ্কার খবর শোনালেন সাংসদ সৌগত রায়
এরপর ওই নির্জন জঙ্গলে ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি আরও অভিযোগ, সঙ্গী যুবককেও গাছে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই নির্যাতিতা মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরেই।
নিগৃহীতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। দিঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একজন ফেরার বলে জানা গিয়েছে। আজ ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানসে মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দিঘার এই ঘটনা নিয়ে সোমবার দিল্লিতে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেছেন, 'দিঘার পর্যটক ধর্ষণের ঘটনা বিজেপি বিধানসভায় তুলে ধরবে। এখন পর্যটনস্থলও নিরাপদ নয়। সহজেই বোঝা যাচ্ছে এ রাজ্যের আইন-শৃঙ্খলার কী অবস্থা।'