দিঘার সমুদ্রে তলিয়ে গেলেন যুবক, দেহ ভেসে এল ওড়িশার সৈকতে

শনিবার নিখোঁজ হয়ে যাওয়ার একদিন পর রবিবার ওড়িশায় ভেসে উঠল নদিয়ার ওই যুবকের দেহ।

শনিবার নিখোঁজ হয়ে যাওয়ার একদিন পর রবিবার ওড়িশায় ভেসে উঠল নদিয়ার ওই যুবকের দেহ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিঘার সৈকত। ফাইল ছবি

দিঘার সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি। তলিয়ে গেলেন এক যুবক। শনিবার নিখোঁজ হয়ে যাওয়ার একদিন পর রবিবার ওড়িশায় ভেসে উঠল নদিয়ার ওই যুবকের দেহ। ওড়িশার সমুদ্রতট থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের পরিজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Advertisment

পুলিশ জানিয়েছে, নদিয়ার কোতয়ালি থানা এলাকার বাসিন্দা রীতম সাধুখাঁ শুক্রবার বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন দিঘায়। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সব বন্ধুরা সমুদ্রে স্নান করতে নামেন। রীতমের বন্ধুরা পুলিশকে জানান, স্নান করার সময় নিখোঁজ হয়ে যায় রীতম। অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর দিঘা থানায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

শনিবার সন্ধের পর থেকে রাতভর সৈকত এলাকায় তল্লাশি চালায় পুলিশ। পার্শ্ববর্তী থানা গুলিতেও রীতমের ছবি পাঠানো হয় সন্ধানের জন্য। ওড়িশার তালসারি কোস্টাল থানাতেও ছবি পাঠানো হয়। পুলিশের সন্দেহ হয়, স্নানের সময় জলে তলিয়ে গেছেন ওই যুবক।

Advertisment

আরও পড়ুন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায়

রবিবার তালসারি কোস্টাল থানা থেকে দিঘা থানায় খবর আসে, তালসারির কাছে এক সৈকতে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রীতমের সঙ্গে তাঁর মুখের মিলও রয়েছে বলে জানানো হয়। এরপর রীতমের পরিজনকে খবর পাঠায় দিঘা থানার পুলিশ। রীতমের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর বন্ধু ও পরিজনরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

odisha Digha