Advertisment

Premium: এক ক্লিকেই 'ভ্যানিশ' হবে বিপদ, মুশকিল আসানে যুগান্তকারী আবিষ্কার বাঙালি গবেষকদের

এর আগে অ্যান্টি র‍্যাগিং কিট তৈরি করে চমকে দেন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ইন্দ্রনীল দাস, শঙ্খদীপ ঘোষ এবং অয়ন বাগরা।

author-image
Sayan Sarkar
New Update
"Anti ragging, unique safety kit, bengali researchers, র‍্যাগিং, যাদবপুর, panic Situation, seience news, chandrayaan3, tech news, top Bengali news, trending, viral, সায়েন্স নিউজ, বাংলা টেক নিউজ, আজকের টপ টেন, সেরা বাংলা খবর, অ্যান্টি র‍্যাগিং, শারদীয়া, দুর্গাপুজো, পুজোর আড্ডা, বাঙালি ও দুর্গাপুজো

নিরাপদে থাকবেন বৃদ্ধ বাবা-মা! এক ক্লিকেই 'ভ্যানিশ' বিপদ, জ্বলন্ত সমস্যা সমাধানে যুগান্তকারী অবিষ্কার

আজকের এই কর্মব্যস্ততার যুগে নিজেকে নিয়ে চিন্তা-ভাবনা করার ফুরসতটুকু নেই কারওরই। সমাজে পুরুষদের পাশাপাশি মহিলারাও আজ স্বাবলম্বী। সরকারি হোক অথবা কর্পোরেট ওয়ার্ল্ড যেখানে দাপিয়ে বেড়াচ্ছে মহিলারা। তবে ক্রমবর্ধমান বাড়তে থাকা অপরাধীদের দৌরাত্মে নানান সময় হেনস্থার শিকার হতে হয় তাদের। পাশাপাশি বাড়িতে বা ফ্ল্যাটে থাকা বৃদ্ধ বাবা-মা'র চিন্তায় অফিসে বা কোথাও বেড়াতে গিয়ে মনটা যেন বাড়িতেই পড়ে থাকে। এবার মুসকিল আসানে হাজির বাংলার তিন যুবক।

Advertisment

তাদের এক অনবদ্য আবিষ্কারে মুহূর্তেই সমস্যা দূর হবে বলেই দাবি। প্রবীণ দম্পতি বা একাকী বৃদ্ধ অথবা রাতের শহরে বাড়ি ফেরার পথে অনেক সময় নানান অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় মহিলাদের। শহর থেকে শহরতলি হামেশাই এই ধরণের ঘটনা জায়গা করে নেয় সংবাদ শিরোনামে। এবার মহিলা ও প্রবীণ নাগরিকদের সুরক্ষায় বাংলার তিন যুবক তৈরি করে ফেললেন অভিনব অ্যাপ–নির্ভর ডিজিটাল হার্ট ডিভাইস এবং ইমাজেন্সি স্মার্ট বাল্ব। এর আগে অ্যান্টি র‍্যাগিং কিট তৈরি করে চমকে দেন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ইন্দ্রনীল দাস, শঙ্খদীপ ঘোষ এবং অয়ন বাগরা। তাঁদেরই সাম্প্রতিকতম সংযোজন ‘‌ডিজিটাল হার্ট–০.‌২’।

আরও পড়ুন Premium: কলকাতার বড়দিনের ঐতিহ্য, ৯৩ বছর ধরে তিলোত্তমায় কেকের কাব্য লিখছে সালদানা

ইন্দ্রনীলের দাবি, ডিজিটাল হার্ট যে নারী ও একাধিক বৃদ্ধ বৃদ্ধাদের সুরক্ষায় এক নতুন দিগন্ত খুলতে চলেছে। যে কোন স্মার্ট ডিভাইসের সঙ্গে সমান টক্কর দেবে তাদের তৈরি এই ডিজিট্যাল হার্ট। ডিভাইস কীভাবে সুরক্ষা দেবে?‌ ইন্দ্রনীলের বলেন, ‘এটিতে জোড়া হার্ট শেপের ডিভাইস থাকবে। সম্পুর্ণ অ্যাপ নির্ভর এই সিস্টেম। এটিতে রয়েছে ইনবিল্ট ব্লুটুথ ও বোতাম। জোড়া ডিভাইসের একটি থাকবে ব্যবহারকারীর কাছে। অন্যটা থাকবে পরিবারের নিকট–আত্মীয় বা বন্ধুর কাছে। এই ডিভাইসে দুটি ফিচার আছে। ব্যবহারকারী বিপদে পড়লে ডিভাইসে থাকা বোতাম দু’‌বার টিপতে হবে। তখনই অ্যাপে স্টোর করা ফোন নম্বরগুলিতে মেসেজ ও তাঁর রিয়েল টাইম লোকেশন জানতে পারা যাবে। পাশাপাশি অপর ডিভাইস সঙ্কেত দেবে এবং ইমার্জেন্সি স্মার্ট বাল্ব বাজতে শুরু করবে। এর ফলে কোনও মহিলা বা প্রবীণ নাগরিক বিপদে পড়লে সহজে তাঁকে বাঁচানো যাবে।‌‌ আতঙ্কিত ব্যক্তিও নিজেও বুঝতে পারবেন প্রিয়জনরা বার্তা পেয়েছেন'।

আরও পড়ুন Premium: বারুইপুরের অহঙ্কার পেয়ারা! হাজার-হাজার পরিবারের আয়ের দিশা এই চাষে

অভিনব এই ডিভাইস প্রসঙ্গে ইন্দ্রনীল আরও বলেন, 'সকলকেই চাকরির জন্য বাড়ির বাইরে বেরোতে হয়। অনেকে নিজ শহর থেকে অনেকটাই দূরে থাকেন। এমনকী অনেকে বিদেশেও থাকেন। তাই ডিজিটাল হার্ট সকলকে এবং প্রধানত যেকোনও পরিস্থিতির জন্য সংযুক্ত করবে যখন আপনি আপনার প্রিয়জনকে আপনার মা এবং বাবাকে মিস করবেন। অথবা কোন কারণে তাঁরা বিপদে পড়েছেন। কনোসিমেন্টো ইনফোটেকের সাহায্যে অত্যাধুনিক এই প্রযুক্তি বাজারজাত করার কাজ চলছে পুরোদমে। পাশাপাশি একই ফিচারের স্মার্ট ওয়াচ ভার্সনও খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। নয়া এই ডিভাইসের দাম পড়তে চলেছে ৭ হাজার টাকা'।

Tech News kolkata
Advertisment