/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Digital-School.jpg)
Digital School: খুদে পড়ুয়াদের মন টানতে স্কুলের ক্লাসঘর দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে।
Digital School: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এবার ডিজিটাল স্কুল। কাকদ্বীপের রামগোপালপুরে উদ্বোধন হয়ে গেল এই আধুনিক স্কুলের। ঢেলে সাজানো হয়েছে স্কুল চত্বর। পড়ুয়াদের কাছে স্কুলকে আকর্ষণীয় করে তুলতে চেষ্টায় খামতি রাখেনি কর্তৃপক্ষ।
ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা এবং যাওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে অভিভাবকদের কাছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের রামগোপালপুরে এই প্রথম ডিজিটাল স্কুলের উদ্বোধন হল। প্রত্যন্ত এলাকায় এমন একটি স্কুলের উদ্বোধন হওয়ায় খুশি অভিভাবকরা। স্কুলটির উদ্বোধন করেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যেশ্বর মাইতি। স্কুলের নাম দেওয়া হয়েছে "ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড মডার্ন অ্যাকাডেমি স্কুল।
রাউন্ড টেবিল ইন্ডিয়া অ্যান্ড লেডিস সার্কেল ইন্ডিয়ার সহযোগিতায় রামগোপালপুরে এই প্রথম গড়ে উঠেছে ডিজিটাল এই স্কুল। ইতিমধ্যেই স্কুলের পরিবেশ নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে স্কুলের চারিদিকে গাছ লাগানো সহ নানা প্রস্তুতি শুরু হয়েছে। স্কুলের পাশেই ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি হচ্ছে পার্ক। স্কুলের সিঁড়ি এবং দেওয়াল জুড়ে বিভিন্ন মনিষীদের ছবি সহ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে বিশেষ অভিযান, ১০ হাজারের বেশি বিনা টিকিটের যাত্রীকে জরিমানা
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/school-2-1.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/school-3.jpg)
ডিজিটাল মেশিনের দ্বারা ছাত্র-ছাত্রীদের উপস্থিতির ব্যবস্থা করা হয়েছে। ওই ডিজিটাল মেশিনে আই কার্ড ছোঁয়ালে তবেই উপস্থিতি স্বাক্ষর হবে, এমনকী এই ডিজিটাল মেশিনের সাহায্যে ছাত্র-ছাত্রীরা কখন স্কুলে আসছে ও কখন স্কুল থেকে বেরোচ্ছে সেই সব তথ্য মেসেজের আকারে পৌঁছে যাবে তাদের অভিভাবকদের কাছে। পড়াশোনার জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল বোর্ড। স্কুলে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।