Dilip Ghosh: নির্বাচনী প্রচারে বেরিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র চষে ফেলছেন BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার সকালেও প্রচারে বেরিয়েছিলেন তিনি। এদিন বর্ধমানের বড়নীলপুর মোড়ে চা চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই পুজো এবং জনসংযোগ কর্মসূচি সেরেছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত বোমা ফাটালেন দাপুটে এই বিজেপি নেতা। একদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলেত্রীকে। অথচ তৃণমূলেরই একাংশের প্রতি তাঁর মনোভাব এখন জোর চর্চায়।
কী বললেন দিলীপ ঘোষ? যা নিয়ে এত আলোচনা…
মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এদিন দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী নমাজ পরে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। মুসলমানদের দেখলে দাঙ্গার কথা বলছেন। মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা আর হিংসা ছাড়া কিছু নেই। আমিও তো গিয়েছিলাম ইদে, সম্প্রীতির কথা বলেছি। বিজেপি সম্প্রীতি ও গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে সব ঠিক করবে।"
আরও পড়ুন- Mamata Banerjee: বেঙ্গালুরু বিস্ফোরণে ২ সন্দেহভাজন গ্রেফতার বাংলায়, মুখ খুলেই কাকে নিশানা মমতার?
তবে এলাকার তৃণমূলকর্মীদের একাংশের ব্যবহারে বেশ খুশি দিলীপ ঘোষ। গতকাল ভাতারে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তৃণমূল কার্যালয়ে ইদের অনুষ্ঠানের জন্য জলসত্রের আয়োজন করা হয়েছিল। সেখানেই দিলীপ ঘোষকে ডেকে শরবত খাইয়েছেন তৃণমূলকর্মীরাই। এমনকী তৃণমূলের মঞ্চ থেকেই মাইক হাতে বক্তব্য রাখতেও দেখা গিয়েছে দোর্দণ্ডপ্রতাপ এই বিজেপি নেতাকে।
আরও পড়ুন- Bengaluru Blast: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ড: খাস বাংলা থেকে NIA-র হাতে গ্রেফতার দুই জঙ্গি!
গতকালের সেই ঘটনার প্রসঙ্গে শুক্রবার দিলীপ ঘোষ বলেন, "যারা আমার গাড়ি ভাঙত, কালো পাতাকা দেখাতো..আজ তারাই আমাকে শরবত খাওয়াচ্ছেন। বুঝতেই পারছেন কী পরিবর্তন হয়েছে?"