Advertisment

'হিন্দু বাংলা তৈরিতে জ্যোতি বসুরাও ভোট দিয়েছিলেন', মমতাকে বিঁধে বললেন দিলীপ

পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে চরম তরজায় জড়াল তৃণমূল-বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip attacks mamata on west bengal foundation day celebration issue

মমতাকে বিঁধতে গিয়ে জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন দিলীপ।

পঞ্চায়েত ভোট নিয়ে বাদানুবাদ তো আছেই, এবার রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন নিয়েও চরম তরজায় জড়াল তৃণমূল-বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমুল আপত্তি সত্ত্বেও মঙ্গলবার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে। এদিনই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আউড়ে জ্যোতি বসুকে জড়িয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। 'জ্যোতি বসুরা পর্যন্ত হিন্দু বাংলা তৈরি করতে ভোট দিয়েছিলেন'। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

বিজেপি সাংসদের কথায়, 'স্বাধীনতার আগে প্রথম সরকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রী ছিলেন। সরকারে থাকা হিন্দু বিধায়করা পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছিলেন। বঙ্গভঙ্গের পর হিন্দু প্রধান অঞ্চল নিয়ে তৈরি হয় পশ্চিমবঙ্গ। জ্যোতি বসুরা পর্যন্ত হিন্দু বাংলা তৈরিতে ভোট দিয়েছিলেন।' তিনি আরও বলেন, 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে হিন্দু বাঙালিরা তাঁদের মাতৃভূমি পেয়েছেন। তা না হলে সবাই উদ্বাস্তু হয়ে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানানোর কে? উনি আজ আছেন, কাল থাকবেন না। কিন্তু ইতিহাস থেকে যাবে।'

আরও পড়ুন- অভিষেকের সফরে মতুয়াগড়ে অশান্তি, পুলিশকে নজিরবিহীন নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, আজ ২০ জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এদিন এনসিসিসি-র ক্যাডেটরা প্যারেড করে অনুষ্ঠানের সূচনা করেন। বিশেষ এই অনুষ্ঠান উপলক্ষে এদিন রাজভবনে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

যদিও পশ্চিমবঙ্গ দিবস না করার অনুরোধ জানিয়ে গতকাল রাতেই রাজ্যপালকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এক্ষেত্রে রাজ্যপালের বক্তব্য ছিল, রাষ্ট্রপতির নির্দেশেই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে।

Mamata Banerjee dilip ghosh West Bengal Jyoti Basu cv ananda bose
Advertisment