Advertisment

'বউমার ডাক পড়েছে, ঘর সংসার এবার জেলে', মমতাকে মারকাটারি কটাক্ষ দিলীপের

অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির তলব নিয়ে কার্যত বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip criticizes mamata regarding ed's summon to abhisek's wife rujira

রুজিরাকে তলব ইস্যুতে মমতা-অভিষেককে কটাক্ষ দিলীপের।

অভিষেক বন্দ্যোপাধ্যাযের স্ত্রী রুজিরাকে ইডির তলব নিয়ে কার্যত বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিষেক-রুজিরাকে আক্রমণ করতে গিয়ে ফের একবার দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি নেতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি সাংসদের। তিনি বলেন, 'বউমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে হবে।'

Advertisment

সোমবার সকালে প্রথমে অভিষেক-জায়াকে বিদেশে যেতে বাধা দেয় কলকাতা বিমানবন্দরে থাকা অভিবাসন দফতর। তাঁর বিরুদ্ধে ইডির একটি লুক আউট সার্কুলার নোটিস জারি থাকার কথা জানিয়ে অভিষেক-পত্নীকে বিদেশে যেতে বাধা দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। তার কয়েক ঘণ্টার মধ্যেই রুজিরাকে তলব করে ইডি। আগামী ৮ জুন তাঁকে হাজিরা নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- চরমে গরম! প্রাণ জুড়োতে পাড়ি জমান বাংলার শান্ত-শীতল এই পাহাড়ি গ্রামে

এবিষয়ে মন্তব্য করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন দিলীপ ঘোষ। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার ফের ওডিশার হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতেই শেষ মুহূর্তে পাহাড় সফর বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবিষয়ে কটাক্ষের সুরে এদিন দিলীপ ঘোষ বলেন, 'এ সবই ড্রামা। কটক কেন? কেন দার্জিলিং গেলেন না! যানা থা জাপান পৌঁছ গয়ে চিন! ক্যায়া মতলাব হোতা হ্যায়। বউমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গেছে। কি বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই। কটক কেন যাচ্ছেন? উঠল বাই কটক যাই! এই যে কালচার রাজনীতির এতে বাংলার শেষ হয়ে গেছে।'

এরই পাশাপাশি রুজিরাকে ইডির তলব ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এদিন দিলীপ ঘোষ আরও বলেন, 'যত সময় এগোচ্ছে আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে, বড় বড় কথা বলছে। কেন বলুন তো? যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে। ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়। যত ভয় পাচ্ছে, তত চিৎকার বাড়ছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে।'

Mamata Banerjee dilip ghosh abhishek banerjee ED rujira narula
Advertisment