ছটে ছুটি নিয়ে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর, পাল্টা বাণে ধুয়ে দিলেন দিলীপ

উৎসবেও রাজনীতির আঁচ। আবারও দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎসবেও রাজনীতির আঁচ। আবারও দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh Attacks Mamata Banerjee

Mamata Banerjee & Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ।

উৎসবেও রাজনীতির আঁচ। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, "দিল্লি ছুটি দেয় না। আমাদের সরকার ইদ, ছটে ২ দিন ছুটি দেয়।" এবার তারই পাল্টা দিলীপ ঘোষেরও। যা নিয়ে তুঙ্গে চর্চা।

Advertisment

মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষে কী বললেন দিলীপ ঘোষ?

"মুখযমন্ত্রী ছুটি দেন। কিন্তু বেতন দেন না, ডিএ দেন না। কেন্দ্রীয় সরকার কাজ করে, ছুটি দেয় না। এখানে ছুটি আছে বলেই না বেতন , না ডিএ। রাজ্যটা রসাতলে যাচ্ছে।" নিজের সংসদীয় এলাকা খড়গপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। খড়গপুরে ছুট পুজো দেখতে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানেই মুখ্যমন্ত্রীর ছটে ছুটি নিয়ে বক্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন ডাকাবুকো এই বিজেপি নেতা।

Advertisment

আরও পড়ুন- দোলুয়াখাকি গ্রামে আগুন-ভাঙচুর, পুলিশের জালে ৩, ভয়ঙ্কর বার্তা মদনের!

ছটে ছুটি নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী কী বলেছিলেন?

রবিবার ছট পুজো উপলক্ষে কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছট পুজোর অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, "আমরা সব উৎসবে ছুটি দিই। দিল্লির সরকার দেয় না। ছুটপুজোতেও রাজ্যে ২ দিন ছুটি। সবাই যাতে ভালো করে তাঁদের উৎসব পালন করতে পারেন সেই কারণেই এই ছুটি।"

tmc bjp Mamata Banerjee dilip ghosh West Bengal Chhath Puja