Advertisment

Dilip Ghosh attacks TMC: 'কেন্দ্র বঞ্চনা করলে ওদের এত বাড়ি-গাড়ি হল কী করে', তৃণমূলকে 'দুচ্ছাই' দিলীপের!

Dilip Ghosh: ভোটের বাংলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়দের অভিযোগ নতুন নয়। রাজ্যে একাধিক উন্নয়নের কাজ শুধুমাত্র কেন্দ্রের টাকা বন্ধ করার জেরেই আটকে যাচ্ছে বলে বারবার অভিযোগ এনেছে শাসকদল তৃণমূল। আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে মোদী সরকার টাকা দিচ্ছে না বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার তাঁদের সেই অভিযোগেরই পাল্টা দিলীপ ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh Attacks Mamata Banerjee

Mamata Banerjee & Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ।

Dilip Ghosh attacks TMC: ফের সরব দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণে BJP নেতা। রাজ্যে উন্নয়নের একাধিক কাজ কেন্দ্রীয় বঞ্চনার জন্যই আটকে যাচ্ছে বলে বারবার অভিযোগ এনেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা (Abhishek Banerjee) ফি দিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন। এবার সেই ইস্যুতেই তৃণমূলকে পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

"কেন্দ্র যদি বঞ্চনাই করতো তাহলে ওদের নেতাদের এত বাড়ি-গাড়ি হল কী করে? এত ব্যাঙ্ক ব্যালান্স কী করে হল! বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কী করে? সবই তো কেন্দ্রের পাঠানো টাকা। লোক তো জানে টাকা কোথায় গেছে। মানুষের কাছে পৌঁছায়নি, সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে। টাকা তো ঠিক জায়গায় চলে যাচ্ছে। সেটা এখন ED-CBI-কে খুঁজে সমস্ত টাকা বের করতে হচ্ছে। যে নেতার বাড়িতেই যাচ্ছে সেখানেই কোটি-কোটি টাকা পাওয়া যাচ্ছে।"

শান্তিপূর্ণ ভোট করতেই ৭ দফায় ভোট: দিলীপ

"অবাধ নির্বাচনের জন্য এত এক্সারসাইজ হচ্ছে। বিভিন্ন পার্টির সাথে মিটিং প্রশাসনিক মিটিং। এত বেশি দফাতে নির্বাচন করার একটাই উদ্দেশ্য, যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। আর বিশেষ কয়েকটি প্রদেশে হিংসা বেশি হয়। সেই জন্য সেখানে বেশি দফায় হয়েছে বেশি ফোর্স এসছে। বিশেষ নজরও আছে।"

আরও পড়ুন- Lok Sabha Election Schedule 2024 Bengal:বাংলায় ৭ দফায় ভোট, কবে কোন কেন্দ্রে নির্বাচন? ভোট গণনা কবে? জানুন ফের একবার

সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করে পুলিশ: দিলীপ

"সবার সহযোগিতা চাই। সেন্ট্রাল ফোর্স এসে গেলেই শান্তিপূর্ণ ভোট হবে এরকম নয়। পুলিশ তাদেরকে মিস গাইড করে। যেখানে গন্ডগোল সেখানে যেতে দেয় না। সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত যাতে সেই সেন্ট্রাল ফোর্সের ঠিকমতো ব্যবহার হয়।"

abhishek banerjee West Bengal dilip ghosh loksabha election 2024 Mamata Banerjee
Advertisment