/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/dilip-ghosh.jpg)
বাড়ছে করোনা সংক্রমণ। বহু টালবাহার পর কমিশনের নির্দেশে আপাতত প্রচারসভা বন্ধ। তবুও করোনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপানউতোর চলছেই। তার মধ্যেই মালদহে মানুষকে করোনা প্রতিরোধের দাওয়াই বাতলালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কী খেলে সংক্রমণের ঝুঁকি কম তা বললেন অকপটে।
করোনাভাইরাস থেকে মুক্তির উপায় হিসাবে পাঁচন ফর্মুলাকে হাতিয়ার করেছেন দিলীপ ঘোষ।। সাফ বললেন করোনাকালে সকালে উঠে কি খাওয়া প্রয়োজন। তাঁর কথায়, 'সকালে উঠে কাঁচা আদা, কাঁচা হলুদ, তুলসী পাতা খেয়ে নিন। পুরানো অথবা নতুন কাপড় দিয়ে মাস্ক বানিয়ে পড়ুন। বাচ্চারা বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরবে।'
যদিও দিলীপ ঘোষকে এদিন মুখে মাস্ক দিতে দেখা যায়নি।
রাজ্য বিজেপি সবাপতির করোনা সচেতনতায় একাধিক পরামর্শের মধ্যে অন্যতম হল 'গরম জল তত্ত্ব'। তিনি বলেছেন, 'শরীরের ভেতরটা গরম। তাই গরম গরম খেলে তাড়াতাড়ি হজম হয়। আপনি যত যদি ঠান্ডা খাবেন ততই শরীরের তাপ চলে যাবে। শক্তি চলে যাবে। তাই তেষ্টা পেলেই স্বল্প গরম জল পান করুন, একেবারেই টান্ডা জল পান করবেন না।'
এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মেদিনীপুরের সাংসদ দাবি করেন যে, তিনি 'আমি শক্তিশালী' তাই করোনা তাঁকে 'অ্যাটাক' করেনি। তিনি বলেছেন, 'যাঁদের শরীর দুর্বল তাঁদেরই করোনা আক্রমণ করবে। আমাকে অ্যাটাক করতে পারছে না, কারণ আমার গায়ে শক্তি আছে, আমি করোনাকে মেরে দিচ্ছি।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন