Advertisment

'বাপ-মায়ের ঠিকানা নেই!', মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের

"দিলীপ ঘোষ সমাজের কলঙ্ক", পাল্টা তোপ বাবুলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh, TMC, Mamata banerjee, abhishek banerjee, babul supriyo, controversial remark, dilip ghosh controversy, bangla news, bengali news, দিলীপ ঘোষ, মমতা ব্যানার্জি, দিলীপ-মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে মমতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মেদিনীপুরের সাংসদের বিরুদ্ধে। ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ।

Advertisment

কী বলেছিলেন দিলীপ ঘোষ?

মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বিতর্ক সভায় বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস স্লোগান তুলেছিল, বাংলা নিজের মেয়েকেই চায়। সেই বাংলার মেয়ে স্লোগানকেই কটাক্ষ করেছেন দিলীপ। বলেছেন, বাংলায় বলেন বাংলার মেয়ে। গোয়ায় গিয়ে বলেন, গোয়ার মেয়ে। বাপ-মায়ের ঠিকানা নেই না কি! যেখানে যা ইচ্ছা বলে দেবেন এটা হয় না কি?

আরও পড়ুন ‘আমি কালীর উপাসক, কাউকে ভয় পাই না’, বিজেপিকে পাল্টা মহুয়ার

দিলীপের এই মন্তব্য সম্প্রচারিত হওয়ার পরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। দিলীপকে নারীবিদ্বেষী বলে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দিলীপর বক্তব্যের ভিডিও টুইট করে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে দিলীপকে গ্রেফতারির দাবি জানিয়েছেন।

লিখেছেন, "এই ভাষায় বিজেপি নেতারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করেন! দিলীপ ঘোষের রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি কেউ দেখার নেই!"

অভিষেকের টুইট রিটুইট করে বাবুল সুপ্রিয় দিলীপকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। লিখেছেন, "দিলীপ ঘোষ সমাজের কলঙ্ক। বিজেপির এই মন্তব্যকে ভর্ৎসনা করা উচিত। যেভাবে মহুয়া মৈত্রর মন্তব্যকে নিন্দা করেছে তৃণমূল।"

Mamata Banerjee dilip ghosh
Advertisment