Advertisment

Dilip Ghosh: চটে লাল দিলীপ! দলীয় কর্মীদের ভয়ঙ্কর তোপ, প্রচারে কী এমন হল?

Lok Sabha Election 2024: শুক্রবারও সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সকালে মোটের উপর খোশ মেজাজেই ছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কিন্তু এ দিন ছন্দপতন হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh called party workers cheaters after not seeing BJP flag in campaign Lok Sabha Election 2024 , প্রচারে বিজেপির ঝাণ্ডা না দেখতে পেয়ে দলের কর্মীদের ফাঁকিবাজ বললেন দিলীপ ঘোষ

BJP: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজপি প্রার্থী দিলীপ ঘোষ।

Dilip Ghosh Got Angry With BJP Workers: রোজকার রুটিন মেনে শুক্রবারও সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সকালে মোটের উপর খোশ মেজাজেই ছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কিন্তু এ দিন ছন্দপতন হল। রেগে গেলেন গেরুয়া দলের এই 'ডাকাবুকো' নেতা। তারপরই দলীয় কর্মীদের বিরুদ্ধে সোচ্চার হন তিনি!

Advertisment

কী এমন হল যে রেগে গেলেন দিলীপ ঘোষ? এ দিন সকালে বর্ধমান শহরের প্রাতঃভ্রমণে নিজের সমর্থনে একটাও দেওয়াল লিখন কিংবা বিজেপির পতাকা দেখতে পাননি দিলীপ ঘোষ। টনক নড়ে বিজেপি প্রার্থীর। এদিক-ওদিক তাকিয়ে দিলীপ ঘোষ বলেন, 'এ কী একটা ঝাণ্ডা নেই, একটা দেওয়াল লিখন নেই। ওই রাস্তা থেকে এলাম একটাও নেই।' পরক্ষণে দিলীপের সঙ্গে থাকা দলের জেলা সভাপতি অভিজিৎ তাঁ-র কাছে কারণ জানতে চান দিলীপ।

সেই সময়ই অভিজিৎ তা কিছুটা সাফাইয়ের সুরে বলেন, 'দেওয়াল লিখনগুলো মুছে দিয়েছে।'

পাল্টা বিজেপি প্রার্থী বলেন, 'এলাকায় যে বুথ আছে, ওয়ার্ড আছে তাদেরকে বলুন।'

জবাবে অভিজিৎবাবু বলেন, 'দেখছি যে কটা দেওয়াল আছে লিখিয়ে দিচ্ছি।'

কিন্তু দিলীপ ছাড়ার পাত্র নন। হাঁটতে হাঁটতেই বলতে থাকেন যে, 'এত বড় জায়গা। রাস্তায় কিচ্ছু নেই। তৃণমূলের লোকেরা খুলে ফেলে দিচ্ছে। আপনারা কী করছেন?' অজুহাত দেখালে হবে না, রাজনীতির কিছু বোঝেন না, ওসব ফাঁকিবাজ।'

আরও পড়ুন- Dilip Ghosh: মমতাকে ধুয়ে দিলেও একাংশের তৃণমূলকর্মীকে নিয়ে ‘আহ্লাদে আটখানা’ দিলীপ! কেন জানেন?

dilip ghosh bjp
Advertisment