Dilip Ghosh Got Angry With BJP Workers: রোজকার রুটিন মেনে শুক্রবারও সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সকালে মোটের উপর খোশ মেজাজেই ছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কিন্তু এ দিন ছন্দপতন হল। রেগে গেলেন গেরুয়া দলের এই 'ডাকাবুকো' নেতা। তারপরই দলীয় কর্মীদের বিরুদ্ধে সোচ্চার হন তিনি!
কী এমন হল যে রেগে গেলেন দিলীপ ঘোষ? এ দিন সকালে বর্ধমান শহরের প্রাতঃভ্রমণে নিজের সমর্থনে একটাও দেওয়াল লিখন কিংবা বিজেপির পতাকা দেখতে পাননি দিলীপ ঘোষ। টনক নড়ে বিজেপি প্রার্থীর। এদিক-ওদিক তাকিয়ে দিলীপ ঘোষ বলেন, 'এ কী একটা ঝাণ্ডা নেই, একটা দেওয়াল লিখন নেই। ওই রাস্তা থেকে এলাম একটাও নেই।' পরক্ষণে দিলীপের সঙ্গে থাকা দলের জেলা সভাপতি অভিজিৎ তাঁ-র কাছে কারণ জানতে চান দিলীপ।
সেই সময়ই অভিজিৎ তা কিছুটা সাফাইয়ের সুরে বলেন, 'দেওয়াল লিখনগুলো মুছে দিয়েছে।'
পাল্টা বিজেপি প্রার্থী বলেন, 'এলাকায় যে বুথ আছে, ওয়ার্ড আছে তাদেরকে বলুন।'
জবাবে অভিজিৎবাবু বলেন, 'দেখছি যে কটা দেওয়াল আছে লিখিয়ে দিচ্ছি।'
কিন্তু দিলীপ ছাড়ার পাত্র নন। হাঁটতে হাঁটতেই বলতে থাকেন যে, 'এত বড় জায়গা। রাস্তায় কিচ্ছু নেই। তৃণমূলের লোকেরা খুলে ফেলে দিচ্ছে। আপনারা কী করছেন?' অজুহাত দেখালে হবে না, রাজনীতির কিছু বোঝেন না, ওসব ফাঁকিবাজ।'
আরও পড়ুন- Dilip Ghosh: মমতাকে ধুয়ে দিলেও একাংশের তৃণমূলকর্মীকে নিয়ে ‘আহ্লাদে আটখানা’ দিলীপ! কেন জানেন?