Dilip Ghosh: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। শুক্রবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এবারের লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী। লাইমলাইটে থাকতেই তিনি এমন কিছু মন্তব্য করেন যা ঘিরে বিতর্ক তৈরি হয়, তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলির নেতারা এমনই অভিযোগ তোলেন। এক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) যা বললেন তা ঘিরেও একবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
তাঁর সমালোচকদের কী বলেছেন দিলীপ ঘোষ?
"যাঁরা কলকাতার বাইরে যান না, তাঁরা রাজনীতির বুঝবেন কী? যাঁরা বলছেন তাঁরা একটু বাইরে বেরিয়ে দেখুন। রোদে এমন চেহারা হবে বাড়ির বউও চিনতে পারবে না। অনেকে সারা বছর স্টেটমেন্ট দেন। আমি একবার দিলে তাঁদের বরাবর হয়ে যায়। আমি প্রেস মিট করি না। আমি ডিবেট শো তে-ও যাই না। দিলীপ ঘোষ কী রাজনীতি করে সেটা বাংলার মানুষ জানে। ওরাও আসুক। দেখা যাবে কাকে দেখতে লোক বেরোয়।"
আরও পড়ুন- Digha: এবার ফাটাফাটি মজায় জমে ক্ষীর দিঘা! পর্যটকদের মনোরঞ্জনে দুরন্ত তৎপরতা সমুদ্রনগরীতে!
এরই পাশাপাশি এদিন রাজ্যপাল বনাম শিক্ষামন্ত্রী সংঘাত নিয়েও মুখ খুলেছেন রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, "মজার ব্যাপার। এরা রাজ্যপালকে আর কমিশন কে গালাগাল দেবে। ওগুলো নাকি BJP অফিস। আবার ঠেলায় পড়লে সকাল-বিকেল এরা কাকা বা মেসোর বাড়ি দৌড়োবে। রাজ্যপালের সঙ্গে ভাব করলেন। অ-আ-ক-খ শেখালেন। তারপর আবার সেটা মাটি হয়ে গেল। আবার সেটিং করলেন। গিয়ে চা খেলেন। আবার কী হল? আসলে আপনারা এমন লোক যে আপনাদের সঙ্গে কোনও ভদ্রলোক বেশি দিন থাকতে পারে না। রোজ ঝগড়া হবে। আবার ঠেলায় পড়লে দৌড়োবেন। এটাই দেখে আসছি আমরা।"
ডায়মন্ড হারবারে (Diamond Harbour) দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেও শেষমেশ রণে ভঙ্গ দিয়েছেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। ডায়মন্ড হারবারে ISF অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে প্রার্থী করেছে মজনু লস্করকে (Majnu Lashkar)। নওশাদের ডায়মন্ড হারবার থেকে সরে দাঁড়ানো নিয়েও কটাক্ষের সুর দিলীপের গলায়। এপ্রসঙ্গে BJP নেতা বলেন, " এই সব সেটিং। শুধু ডায়লগ। লোকে এখন এদিক ওদিক তাকাচ্ছে না। গো স্ট্রেট। গো ফর BJP।"