আবারও দিলীপ ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে উপস্থিত থাকার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়টি নিয়ে এদিন কটাক্ষ ছুঁড়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, ''কতদিন ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জি? এবার ওকে একটু রাস্তায় ছাড়ুন।''
শুক্রবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। স্বভাসিদ্ধ ঢঙেই আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে। আগামিকাল শনিবার শালবনিতে 'তৃণমূলে নবজোয়ার' কর্মূচিতে হাজির থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন- আজও তুমুল বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, কালবৈশাখী নিয়ে রইল জোরালো আপডেট
অভিষেকের সঙ্গে একই মঞ্চে দলের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, ''কতদিন ওকে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জি? এবার ওকে একটু রাস্তায় ছাড়ুন। সিভিক পুলিশ, পুলিশ, এনভিএফ-এর কর্মীদের দিয়ে ভিড় করাচ্ছে। পার্টির লোক তো নেই। কাটমানি খোরেরা, গুণ্ডা, বদমায়েশরা আছে। তবুও কেউ কেউ রাস্তা আটকাচ্ছে। আবার কেউ চোর বলছে।''
২ হাজারের নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে লাগাতার আক্রমণ শানাচ্ছে তৃণমূল। এই বিষয়টিরও পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ এদিন এই ইস্যুতে বলেন, ''এমন ডায়লগ গতবারেও দিয়েছিল। ২ হাজারের নোট বাতিলে সাধারণ মানুষ তো খুশি। এই নোট তো বাজারে দেখাই যায় না। তবে কারও কারও বাড়িতে দেখা যায়। কোথাও লুকনো আছে। যাদের ভয় আছে, ভাবছে ইলেকশনের টাকাটা জলে গেল, তারাই তো প্রতিবাদ করছে।''