Advertisment

রাজ্যপালের 'হাতেখড়ি', ছিলেন মমতাও, তেলেবেগুনে জ্বলে যা নয় তাই বললেন দিলীপ!

মোদী-শাহের পাঠানো রাজ্যপালের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh criticize governor cv ananda bose

রাজ্যপালের সমালোচনায় দিলীপ ঘোষ।

এবার রাজ্যপালের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন দিলীপ ঘোষ। 'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না।' সরস্বতী পুজোর বিকেলে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ করে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। রাজ্যপাল তাঁর পদের অমর্যাদা করছেন বলেও মনে করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

Advertisment

ধনকড় চ্যাপ্টার এখন অতীত। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে শুরু থেকেই মধুর সম্পর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরস্বতী পুজোর দিন বিকেলে রাজভবনে রাজ্যপালের বাংলা শেখার হাতেখড়ি হয়। বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলা শেখার হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজভবনে।

সেই অনুষ্ঠানে আগাগোড়া উপস্থিত থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাতেখড়ি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল 'জয় বাংলা' বলেছেন।

আরও পড়ুন- মারকাটারি মেজাজে শীতের কামব্যাক শীঘ্রই? কী বলছে হাওয়া অফিস?

এতেই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন বঙ্গ বিজেপির নেতারা। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বরং রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের এই হাতেখড়ি অনুষ্ঠান তিনিও মেনে নিতে পারেননি। প্রকাশ্যেই এই অনুষ্ঠানের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে। এবার রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানের তীব্র সমালোচনা করেত দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেও।

আরও পড়ুন- দিল্লির তলব! রাতেই রাজধানীমুখী রাজ্যপাল, পরামর্শ দেবেন ধনখড়?

শুক্রবার তিনি বলেন, 'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। যে কিছু জানে না তাঁরই হাতেখড়ি হয়। যিনি সব জেনে গেছেন তাঁর আবার কিসের হাতেখড়ি! এ তো হয় না। উনি তো বিদ্বান ব্যক্তি। অন্যের বুদ্ধিতে উনি পরিচালিত হচ্ছেন । এই সব ছোটখাটো বিষয়ে ওঁর না যাওয়াই উচিত। আশা করব ভবিষ্যতে উনি রাজ্যপালের পদের মর্যাদা রক্ষা করবেন।'

West Bengal dilip ghosh bjp tmc Mamata Banerjee Bengal Governor
Advertisment