Advertisment

'মমতা রেলমন্ত্রী থাকাকালীন চুরি শুরু', তুলকালাম অভিযোগ দিলীপের

আবারও তৃণমূলকে তুলোধনা দিলীপ ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh criticize mamata banerjee

ফের দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও তৃণমূলকে তুলোধনা দিলীপ ঘোষের। ফের একবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বেনজির তোপের মুখে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। রবিবার সেব্যাপারেই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ঢঙে তাঁর সাফ উত্তর, "মমতা রেলমন্ত্রী থাকাকালীন চুরির প্র্যাকটিসটা শুরু হয়েছিল। চুরিটাকে সর্বজনীন করে দিয়েছেন।"

Advertisment

সভা-সমাবেশে নিয়ম করে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে সুর চড়াচ্ছেন তৃণমূলনেত্রী। রাজনৈতিক উদ্দেশ্যেই বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ তৃণমূল সুপ্রিমোর।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত, ভয় ধরাচ্ছে ‘মোকা’, ল্যান্ডফল কি বাংলাতেই? রইল লেটেস্ট আপডেট

এদিন তৃণমূলের সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপাতি দিলীপ ঘোষ। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরির অভিযোগ এনেছেন বিজেপি নেতা। একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধেও তুললেন মারাত্মক এক অভিযোগ। এদিন দিলীপ ঘোষ বলেন, "বাঙালির মাথা নিচু করে দিয়েছেন। বাঙালি জাতি চোর, এটা প্রতিপন্ন করেছেন। আমরা চুরিটা আটকাতে পেরেছি। মমতা রেলমন্ত্রী থাকাকালীন চুরির প্র্যাকটিসটা শুরু হয়েছিল। চুরিটাকে সর্বজনীন করে দিয়েছেন।"

এদিকে, দিলীপ ঘোষের এই বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, "ডাকাতরা উল্টে চুরির কথা বলছে। নরেন্দ্র মোদীর বন্ধু নীরব মোদী, বিজয় মালিয়ারা হাজার-হাজার কোটি টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে গেল। ওদের মুখে এসব কথা মানায় না।"

West Bengal dilip ghosh bjp tmc Mamata Banerjee
Advertisment