scorecardresearch

‘বনধ ডাকায় উনি তো চ্যাম্পিয়ন! এখন না বলছেন কেন?’ বেজায় টিপ্পনি দিলীপের

আবারও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

dilip ghosh criticize mamata banerjee on da strike issue
আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

আবারও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি কর্মচারীদের ধর্মঘট রুখতে রাজ্যের ‘ফতোয়া’র বিরুদ্ধে মুখ খুলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রীকে বিঁধে দিলীপ ঘোষ বলেন, ‘মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত ৭৬টা বনধ ডেকেছেন। বনধ ডাকায় চ্যাম্পিয়ন উনি। ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তিনিই আজ বনধ করতে বারণ করছেন?’

বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে আজ রাজ্য সরকারের সব দফতরে ধর্মঘটের ডাক দেয় সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। যা রুখতে গোড়া থেকেই নবান্নও ছিল মরিয়া। তবে নবান্নের কড়া নির্দেশিকা উড়িয়েই আজ ধর্মঘটে সামিল সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। রাজ্যের এই নির্দেশিকার পাল্টা চিঠি দিয়েছে কর্মচারী সংগঠন। অতিরিক্ত মুখ্যসচিবকে চিঠি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী যৌথ কমিটির সদস্যদের। ধর্মঘটে অনড় থাকার কথা জানিয়ে চিঠি এই সংগঠনের।

আরও পড়ুন- রাজ্যের নির্দেশিকা উড়িয়েই আজ ধর্মঘট, অতিরিক্ত মুখ্যসচিবকে চিঠি কর্মচারী সংগঠনের

ধর্মঘট রুখতে রাজ্য প্রশাসনের এই সক্রিয়তার বিরুদ্ধেই মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আন্দোলনরত সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ বলেন, ‘পেন ডাউনের সময়েও হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু পেন ডাউন হয়েছে। সরকারের কাছের লোকেরাও এখন প্রতিবাদ করছেন। ওঁদের মুখপাত্র বলছেন, এত ছুটি দেওয়া হচ্ছে, ডিএ কীসের? ছুটি দিয়েই কি ডিএ পুষিয়ে দেবেন? কর্মচারীদের অধিকার ডিএ। বাকি রাজ্য দিতে পারলে আপনাকেও দিতে হবে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Dilip ghosh criticize mamata banerjee on da strike issue