Advertisment

'সব হাতের বাইরে, সরকারই কামড়াচ্ছে', টেট-বিক্ষোভে পুলিশি সক্রিয়তার নিন্দায় দিলীপ

বুধবার কলকাতায় টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলতে রীতিমতো 'সক্রিয়' হয়ে ওঠে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Azad Kashmir on Madhyamik Test Paper dilip criticize mamata

ফের দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল।

''সব কিছু হাতের বাইরে চলে গেছে। আর সামলানোর ক্ষমতা নেই। তাই সরকারই এখন সবাইকে কামড়াচ্ছে।'' টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলতে পুলিশি সক্রিয়তার এভাবেই নিন্দা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে ঘটে চলা একের পর এক কাণ্ডে 'দুঃখিত' মুখ্যমন্ত্রী তাঁর মন ভালো করতে কখনও চেন্নাই কখনও দার্জিলিং যাচ্ছেন বলেও এদিন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি সাংসদ।

Advertisment

টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হয় শহর কলকাতায়। এক্সাইড মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলতে গিয়ে বেনজির পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের সরাতে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের সরালে তাঁদের অনেকেই চোট পেয়েছেন। একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরায় বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর নাক, মাথা ফেটে রক্ত ঝরতেও দেখা গিয়েছে।

এরই মধ্যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলতে দেখা গিয়েছে রাজ্য মহিলা পুলিশের এক কর্মীকে। ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এক আন্দোলনকারীর দিকে তেড়ে গিয়ে তাঁর হাতে কামড়ে নিচ্ছেন এক পুলিশকর্মী। পরে জখম সেই টেট আন্দোলনকারীকেই পুলিশ গ্রেফতার করেছে। নিয়োগ চেয়ে পথে নামা টেট বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপের কড়া নিন্দা ভেসে এসেছে সমাজের বিভিন্ন মহল থেকে। বিরোধীরা তো বটেই বিশিষ্টদেরও অনেকে পুলিশের এই ভূমিকার নিন্দায় সরব হয়েছেন।

আরও পড়ুন- নিয়োগ চেয়ে জুটেছে পুলিশের মার-কামড়, ধৃত চাকরিপ্রার্থীদের আজ কোর্টে পেশ

এদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্য সরকারকে। ফের একবার দিলীপের তোপের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিলীপ ঘোষ বলেন, ''সরকারই সবাইকে কামড়চ্ছে এখন। একদম অথৈ জলে পড়ে গেছে সরকার। একদিকে ধরনা আটকাচ্ছে। এদিকে বেতন নেই, ডিএ নেই। একদিকে বিজেপিকে আটকাচ্ছে। আর এসব থেকে কিছুক্ষণের জন্য মন ঠিক করতে মুখ্যমন্ত্রী কখনও চেন্নাই যাচ্ছেন, কখনও দার্জিলিং যাচ্ছেন। মোটামুটি সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এদের আর সামলানোর মতো ক্ষমতা নই।''

রাজ্য পুলিশের চরম সমালোচনা করে বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, ''পুলিশ ধীরে ধীরে তৃণমূলের ক্যাডার হয়ে যাচ্ছে। পুলিশকর্মীদের দিয়ে আক্রমণ করাচ্ছেন। তাকে দিয়ে বালি, গরু, কয়লার টাকা তুলবেন। তাকে দিয়ে যত অন্যায় কাজ করাবেন, জমি দখল করাবেন। পুলিশ আর কী করবে? পুলিশ দিয়ে পার্টির ভিতরের ঝগড়া মেটাচ্ছেন।''

dilip ghosh Primary TET TET Mamata Banerjee
Advertisment