Advertisment

Dilip Ghosh: 'উনি যেভাবে মার্জিন বাড়ান সবাই জানেন', মারাত্মক তিরে অভিষেককে ধুয়ে দিলেন দিলীপ

Dilip Ghosh-Lok Sabha Election 2024: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে তাঁর মন্তব্যে তমুল বিতর্ক তৈরি হয়। এমনকী দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের পাশাপাশি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ করেছে বামেরাও। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে শোকজ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip ghosh criticizes abhishek banerjee

Abhishek Banerjee-Dilip Ghosh: অভিষেক ব্যানার্জি ও দিলীপ ঘোষ।

Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই। ফের স্বভাবসিদ্ধ ঢঙেই তুমুল আক্রমণ শানালেন অভিষেক ব্যানার্জিকে (Abhishek Banerjee) । ডায়মন্ড হারবারে (Diamond Harbour) এবার জয়ের মার্জিন আরও বাড়ানোই লক্ষ্য সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের। সেপ্রসঙ্গে বলতে গিয়ে কটাক্ষের সুরে দিলীপ ঘোষ এদিন বলেন, "উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন সবাই জানেন।" এছাড়াও আরও একাধিক বিষয়ে এদিন সকালে প্রতিক্রিয়া দিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Advertisment

অভিষেককে বিঁধে কী বললেন দিলীপ?

"এখনও প্রতিপক্ষের নাম ঘোষণাই হয়নি। এত টেনশন নেওয়ার কী আছে? উনি যেভাবে মার্জিন বাড়ান বা ভোট কেনেন সবাই জানেন। আমার মনে হয় ইলেকশন কমিশন বা আরও বাকিরা যারা আছে তারা যা প্রস্তুতি নিচ্ছে সেই জন্য চাপে আছেন। দেখা যাক ইলেকশন এখনও দেরি আছে।"

আরও পড়ুন- Sanjeev Sanyal: ‘মদ-সিগারেটেই ডুবে বাঙালি’, মোদীর বাঙালি উপদেষ্টার এহেন মন্তব্যে ফুঁসছে তৃণমূল!

বাঙালিদের নিয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ…

"বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু আগেও বলেছেন। আমার মনে হয় বাঙালিরা, ওখানে একটা দায়ী আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে। বাংলায় যে রাজনীতি চলছে, যে দুর্নীতি চলছে এরপরেও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে। মদ কারা খায় না, বাঙালি কি খায় না? সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে আজকে? হসপিটালে ডাক্তার নেই নার্স নেই, ওষুধ পাওয়া যাচ্ছে না। থানাগুলো তোলাবাজির জায়গা হয়ে গেছে। আর চাকরি করতে গেলে কন্ট্রাক্টচুয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় টাকা দিতে হয়।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024-BJP: দলের প্রার্থীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! কার বিরুদ্ধে কমিশনে BJP কর্মীরাই? জানলে তাজ্জব হবেন!

রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রশংসা মোদীর। এই ইস্যুতে কটাক্ষ মহুয়ারও। এপ্রসঙ্গে কী বললেন দিলীপ?

"উনি রাজা। কৃষ্ণচন্দ্র রায় (Raja Krishna Chandra Roy) বাংলার রাজাদের মধ্যে এখনও সবচেয়ে পপুলার। তাঁকে নিয়ে এখনও মজা, গান, নাটক হয়। নদিয়ায় (Nadia) তাঁকে নিয়ে অনেক ঘটনা প্রচলিত। তাঁর গান অনেক প্রচলিত। তাই তাঁকে প্রশংসা করেছেন। কারও সঙ্গে যদি মিলে যায় তাতে তো আপত্তির নেই। উনি যে অযোগ্য ছিলেন বা রাজা হিসেবে কিছু করেননি এটা তো বলা যাবে না।"

আরও পড়ুন- Kolkata Weather Today: ভ্যাপসা গরম থেকে রেহাই শীঘ্রই! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, হাওয়া বদল কখন?

abhishek banerjee dilip ghosh loksabha election 2024
Advertisment