Advertisment

'৮ জনকে জেলে ভরবো', ওসব ফাঁকা আওয়াজ বলে মমতাকে তুমুল তাচ্ছিল্য দিলীপের!

বৃহস্পতিবারই দলের সভা থেকে নাম না করে বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh Attacks Mamata Banerjee

Mamata Banerjee & Dilip Ghosh: মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ।

বৃহস্পতিবারই দলের সভা থেকে নাম না করে বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে রাজ্যে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়ে জেলে যেতে হয়েছে শাসকদলের বেশ কয়েকজন বিধায়ককে। তৃণমূলের চার বিধায়ককে মিথ্যা অভিযোগে জেলে ভরে রাখা হয়েছে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা ৮ জনকে জেলে ভরার হুঁশিয়ারি ছিল তৃণমূলনেত্রীর মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হুঁশিয়ারির পাল্টা টিপ্পনি এবার দিলীপ ঘোষেরও।

Advertisment

মমতাকে বিঁধে কী বললেন দিলীপ?

"মমতা ব্যানার্জি যে ফাঁকা আওয়াজ দেন, এটা সবাই জানে। কিছু করার নেই। দলের লোকেরা তাঁর কথা শোনে না। প্রশাসন চলছে না। উনি বলেছিলেন, সিপিএম চুরি করেছে। ১২ বছরে উনি সিপিআইএমের ক'টা লোককে সাজা দিতে পেরেছেন? কিছু হয়নি। উনি এখন চিৎকার করবেন। নিজে হাঁটাচলা করতে পারছেন না। কাজও করতে পারছেন না। সব থেকে কাছের লোকেরা সব চোর ডাকাত বেরিয়েছে। এর দায় ওনাকেই নিতে হবে।"

আরও পড়ুন- ‘তাহলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দেব’, চরম বার্তা হাইকোর্টের

গতকাল কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

"আমাদের চারটে এমএলএ-কে জেলে ভরে রেখেছে। ভাবছে এই ভাবে সংখ্যাটা কমিয়ে দিই। এইবার আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি ৪ জনকে আমার জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি আমার দলের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে যা কেস আছে… খুনের কেস আছে অন্য কেস আছে, আমি ৮ জনকে জেলে ভরবো। কখনও পুলিশের মুখে আটা ছুঁড়ে দিচ্ছে, কখনও মারছে, পুলিশ সহ্য করছে। পুলিশকেও আমি বলব, নিরপেক্ষভাবে কাজ করবে।"

West Bengal dilip ghosh bjp tmc Mamata Banerjee
Advertisment