/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Rachana-Dilip.jpg)
Dilip Ghosh-Rachana Banerjee: রচনা ব্যানার্জি ও দিলীপ ঘোষ।
Dilip Ghosh-Lok Sabha Election 2024: লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) মুখে ফের যেন স্বমহিমায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফি দিন তাঁর বেশ কিছু মন্তব্য ঘিরে চর্চা বাড়ছে। শনিবার দলের কাজে আন্দামানে (Andaman) রওনা BJP-র প্রাক্তন রাজ্য সভাপতির। তার আগে সাংবাদিকদের মুখোমুখি একাধিক বিষয়ে মুখ খুলেছেন বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ। বিশেষ করে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) নিয়ে তাঁর মন্তব্য ঘিরে তৈরি নয়া বিতর্ক।
রচনা-লকেট দ্বৈরথ প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?
"রচনা শিল্পের কী বোঝেন? সিনেমা করেন। সিনেমা শিল্পটাই দেখুন। লকেটের সঙ্গে রচনার তুলনাই হয় না। লকেট সিনেমা করার পর কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে রাজনীতি করছেন। লোকসভায় জিতেছেন। পার্টি স্বীকৃতিও দিয়েছে। সাফল্যের সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন। তাই লকেট অনেক এগিয়ে। বাকিটা ওখানকার মানুষ ঠিক করবেন।"
গতকালই তাঁর গ্রেফতারিতে BJP-র চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছিলেন সন্দেশখালির (Sandeshkhali) একদা ত্রাস শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। এপ্রসঙ্গে শাহজাহানকে তুলোধনা করে এদিন দিলীপ ঘোষ বলেন, "উনি যখন খুন করছিলেন, মহিলাদের ওপর অত্যাচার করছিলেন, তখন মনে ছিল না একদিন জেলের ভাত খেতে হবে। ধরা পড়লেই বিজেপির চক্রান্ত? ওখানে মহিলারা রাস্তায় ঝাঁটা নিয়ে বেরিয়েছিল কেন? কোথায় বিজেপি তখন? বিজেপি তো ঢুকতেই পারেনি। আপাতত জেলে থাকো। নিজেকে নির্দোষ প্রমাণ করলে বেরোতে পারবে।"
সম্প্রতি রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) সরানোর সুপিরাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। পাল্টা তীক্ষ্ণ জবাব দিয়েছে নবান্নও। এই ইস্যুতে রাজভবনের পাশে দাঁড়িয়েই সওয়াল করতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, "নতুন কিছু নয়। ইতিহাসে এটা চলতেই থাকে। যখন আর কিছু করার থাকে না তখন সরকার রাজ্যপালের বিরুদ্ধে আওয়াজ তুলে TRP নেওয়ার চেষ্টা করে।"