Dilip Ghosh-Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বেআইনি বহুতল (Garden Reach Builiding Collapse ) ভেড়ে পড়ে মৃত্যু মিছিল নিয়ে শাসকদলকে লাগাতার আক্রমণে বিরোধী BJP। বেআইনি নির্মাণ নিয়ে সম্প্রতি তৃণমূলের অন্দরেই বিদ্রোহের চোরাস্রোত বইতে শুরু করেছে। এক নেতা কাঠগড়ায় তুলছেন অন্যদের। এবার এই একই ইস্যুতে শাসকদলকে নিশানা BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের…
"খালি গার্ডেনরিচ (Garden Reach) নয়। গার্ডেনরিচের ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি গেছে। কলকাতায় এবং কলকাতার আশেপাশে জেলা শহরেও আজকাল একই রকম পরিস্থিতি। পুকুর বোজানো, বেআইনিভাবে বাড়ি তৈরি করা, অনুমতি না নেওয়া এমন ঘটছে। এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটখাটো ঘটে, এবার বড় হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুঠ-প্রোমোটিং রাজ চলছে। এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি। যখন-তখন দুর্ঘটনা (Accident) ঘটতে পারে। সরকার সব জানে দায় কেউ নিচ্ছে না।"
বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া…
"সল্টলেকে বেআইনি নির্মাণ হয়তো কম আছে। কিন্তু কব্জা করে রাখা সরকারি জায়গা ইত্যাদি বহু জায়গা দখল করে বসে আছে। তার জন্য অসামাজিক কাজকর্ম কিছু হয়। এটা নিয়ে কেউ কেউ কিছু বলার চেষ্টা করেছে, তবে ওদের পার্টির থেকে গুরুত্ব দেওয়া হয়নি। এটা একটা এই সরকারের নীতি হয়ে গেছে। তার পার্টির নেতা-নেত্রীদের করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে।"
শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে অভিষেকের মন্তব্যের পাল্টা দিলীপের…
"মমতা পুলিশ দু'মাস লাগাল কেন ধরতে? বাকিদের কেন ধরেনি? পুলিশ ধরছে না বলে ED-CBI-কে আসতে হচ্ছে। লোকে কোর্টে যাচ্ছে। কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এটা প্রশাসনের কাজ।"