Advertisment

কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের সঙ্গে বিস্তর ফারাক দিলীপের কথায়! ভোট মিটতেই শোরগোল তুঙ্গে

কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করলেন দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
jp nadda removes dilip ghosh from bjp national committee

দিলীপ ঘোষ।

'কোনও কিছুই চিরস্থায়ী নয়। পাঁচ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে। গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।' কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্যের সঙ্গে অবশ্য একমত নন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যদিও পঞ্চায়েত ভোটে বেনজির সন্ত্রাসের অভিযোগ তুলে বাংলার শাসকদলকে তুলোধনা করতেও ছাড়েননি গেরুয়া দলের এই ডাকাবুকো নেতা।

Advertisment

রাজ্যে সরকার পড়ে যাওয়া ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্যের ভিন্নমত দিলীপ ঘোষের। সংবাদমাধ্যমে বিজেপির সর্বরভারতীয় সহ সভাপতি বলেন, 'মানুষের ভোটে নির্বাচিত একটি সরকারকে ফেলে দেওয়াও গণতন্ত্রের বিরোধী।' তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দিকে-দিকে সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ তাঁর। তবে এবারের ভোটে বহু জায়গায় দল প্রতিরোধও করেছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন- সপ্তাহের প্রথম দিনে দুর্বিষহ দুর্ভোগ! রেল অবরোধে নাকাল যাত্রীরা

তাঁর কথায়, '২০১৮ সালে আমরা পুরো শক্তি দিয়ে লড়াইটা করতে পারিনি। তবে এবার অধিকাংশ জায়গায় প্রার্থী দেওয়া গিয়েছিল। তবে তৃণমূল শেষ খেলা খেলতে চেয়েছিল। যেখানে পারেনি সেখানে বিডিও, সরকারি আধিকারিকরা করেছে। বহু জাগায় তো জোর করে বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছে।'

আরও পড়ুন- ‘২৪-এ বিজেপিকে দুরমুশে ‘মাস্টারপ্ল্যান’, আজই বেঙ্গালুরুতে মমতা-অভিষেক

দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনার গাইঘাটার একটি সভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেছিলেন, 'কোনও কিছুই চিরস্থায়ী নয়। পাঁচ মাসের মধ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে। গ্যারান্টি দিয়ে যাচ্ছি'। যদিও তাঁরই দলের নেতা দিলীপ ঘোষ কিন্তু এব্যাপারে ভিন্নমত পোষণ করেছেন।

tmc bjp Mamata Banerjee dilip ghosh West Bengal Santanu Thakur
Advertisment