তাঁকে গ্রেফতারি 'শুভেন্দু, বিজেপির নির্দেশে গভীর ষড়যন্ত্র', ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই এই দাবি করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর মমতার মন্ত্রীকে পাওকড়াওয়ের কয়েক ঘন্টার মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার দিল্লিতে বলে বড় আশঙ্কার কথা বলেছেন তিনি।
'তদন্ত ধামা চাপা পড়ে যেতে পারে'
টানা ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁর গ্রেফতারি নিয়ে মন্তব্য করতে গিয়ে সাংবাদমাধ্যমকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, 'জ্যোতিপ্রিয় মল্লিককে সুরক্ষা দেওয়া উচিত। তাঁকে হত্যা করা হতে পারে। যাতে আসল দোষীরা ধরা না পড়ে তাই এদের হত্যা করা হতে পারে। না হলে এমন দুর্ঘটনা হতে পারে, যাতে পুরো তদন্ত ধামা চাপা পড়ে যেতে পারে।'
রাজ্যের জেল ও হাসপাতালগুলি মোটেও সুরক্ষিত নয় বলে দাবি মেদিনীপুরের সাংসদের।
উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশির মাঝেই বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী খোদ বনমন্ত্রীর শরীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। মন্ত্রীর প্রাণহানি হলে তিনি কী করবেন তা জানিয়ে হুঁশিয়ারিও দিয়েছিলেন।
'দিল্লিতে আনা হোক'
সুরক্ষার স্বার্থেই অনুব্রত মণ্ডলের মত জ্যোতিপ্রিয় মল্লিককেও দিল্লিতে নিয়ে গিয়ে রাখার পক্ষে সওয়াল করেছেন দিলীপ। বলেছেন, 'একজনকে আনা হয়েছে দিল্লিতে। পার্থবাবু এবং জ্যোতিপ্রিয় মল্লিককেও দিল্লিতে আনা হোক। সবাইকে এখানে ভাল ব্যবস্থায় রাখা হোক। দিল্লিতে আবহাওয়াও ভাল, সুস্থ থাকবেন।'
জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন আদালতে তোলা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। আদালত হেফাজতের অনুমতিতে সম্মতি দিলে মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে রেখে জেরা করবে কেন্দ্রীয় গোয়েন্দারা।
শুভেন্দুর চক্রান্ত?
শুভেন্দুর চক্রান্তেই তাঁর শ্রীঘর বাস। দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, 'শুভেন্দু যদি চক্রান্ত করে জেলে পাঠাতে পারতেন তাহলে তৃণমূলের পুরো মন্ত্রিসভা জেলে চলে যেত। শুভেন্দু আধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন সেটা ওরা এখনও হজম করতে পারছে না। তাই এই সব বলছে।'