scorecardresearch

বড় খবর

চেনা ছন্দে দিলীপ, পুজোর উদ্বোধনে গিয়ে ঢাক বাজালেন বিজেপি সাংসদ

মেদিনীপুরে পরপর বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। পুজোর ক’দিন মেদিনীপুরেই থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

covid 19 omicron, Should take initiative to prevent this says Dilip Ghosh
দিলীপ ঘোষ।

স্বমহিমায় দিলীপ ঘোষ। নিজের সংসদীয় কেন্দ্রে পরপর পুজো উদ্বোধনে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। পশ্চিম মেদিনীপুরের একাধিক পুজোর উদ্বোধনে দেখা গেল দিলীপ ঘোষকে। ষষ্ঠীতে খড়গপুরের বিদ্যুৎবাহিনী ক্লাবের পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এছাড়াও আরও বেশ কয়েকটি পুজোর উদ্বোধনে গিয়ে দেদার আনন্দে মাততে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। খড়গপুরের তালবাগিচায় তরুণ সংঘের পুজো মণ্ডপে গিয়ে ঢাক বাজালেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। পরে নিজের ঢাক বাজানোর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি।

নিজের মেজাজেই রয়েছেন দিলীপ ঘোষ। আগেই জানিয়েছিলেন, এবারের পুজোয় বাংলা ছাড়ছেন না তিনি। নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই পুজোর ক’দিন থাকবেন বলেও জানিয়েছিলেন। সেই মতো পশ্চিম মেদিনীপুরে পরপর বেশ কয়েকটি পুজোর উদ্বোদনে দেখা গেল বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে। দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘুরলেন এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপ।

এর আগে রবিবার কলকাতার শোভাবাজার রাজবাড়ির পুজোতেও গিয়েছিলেন দিলীপ ঘোষ। শোভাবাজার রাজবাড়ির পুজো ঘুরে দেখার সেই ছবি নিজের কু-অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন তিনি।

দলের রাজ্য সভাপতির পদ থেকে সরলেও একইভাবে দলের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে দিলীপ ঘোষের। দলের সব কর্মসূচিতেও নিয়মিত দেখা যায় তাঁকে। পুজোর ক’দিন তাঁকে ঘিরে উন্মাদনাতেও কমতি নেই অনুগামীদের। মেদিনীপুরে দিলীপ ঘোষের সঙ্গে প্রতিটি পুজো উদ্বোধনেই দেখা মিলছে একঝাঁক বিজেপি নেতার। পুজোর উদ্বোধনে গিয়ে চুটিয়েও আড্ডাও দিচ্ছেন দিলীপ। সব মিলিয়ে পুজোয় চেনা ছন্দে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

আরও পড়ুন- বিদ্যুৎমন্ত্রীর পুজোয় ১০ লাখ চাঁদা ঠিকাদার সংস্থার! ভাইরাল চেক ঘিরে তৃণমূল-বিজেপি তরজা

দিলীপ ঘোষের পাশাপাশি পুজোর উদ্বোধনে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে এবছর বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Dilip ghosh inaugurates durga pujo he plays dhak at a pandals in kharagpur