Advertisment

Dilip Ghosh: মমতার বাপ তুলে কুরুচিকর মন্তব্য! ভাঙলেও মচকাচ্ছেন না দিলীপ ঘোষ

BJP: মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীকে 'কুরুচিকর আক্রমণের জন্য দিলীপ ঘোষকে শোকজ করে নোটিস পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip ghosh controversial statements on oppositions

Dilip Ghosh: দিলীপ আছেন দিলীপেই!

Dilip Ghosh Made Ugly Comments About Mamata Banerjee's Father: তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে বঙ্গ রাজনীতিতে হুলস্থূল পড়েছে। বিজেপিকে 'নারী বিদ্বেষী' বলে দেগে দিতে মরিয়া তৃণমূল। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। কমিশনও দিলীপ ঘোষকে শোকজ নোটিস পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তার আগেই দিলীপ ঘোষকে শোকজ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এ ধরণের মন্তব্যের জন্য দল যে দিলীপের পাশে নেই সেই বার্তা দিয়েছেন। শোকজ নোটিস পেয়ে দিলীপের সুর কিছুটা নরম। তবে নিজের অবস্থান থেকে নড়ছেন না বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

Advertisment

দিলীপকে শোকজ নাড্ডার

মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপ ঘোষকে শোকজ করে নোটিস পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে লেখা হয়েছে, 'মাননীয় দিলীপ ঘোষ, আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না। আপনার বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন।'

যার জবাবে সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ বলেছেন, 'আফিসিয়াল নোটিসের জবাব অফিসিয়ালি-ই দেব। বাইরে কিছু বলব না।'

দিলীপের দুঃখপ্রকাশ

বুধবার সকালে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন দিলীপ ঘোষ। বলেন, 'আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। দলও বিষয়টি নিয়ে বলেছে। এর জন্য আমি দুঃখিত।'

আরও পড়ুন- Mishti Mela: দোলের মিষ্টি মেলা জমজমাট, নজর কাড়ছে পেল্লাই সাইজের রসগোল্লা-ল্যাংচা

এরপরই স্বমহিমায় একটি প্রশ্ন ছুঁড়ে দেন এই বিজেপি প্রার্থী। বলেন, 'আমার দলের নেতা শুভেন্দু অধিকারীর নামে ও তাঁর পরিবারের নামে ওরা যা খুশি বলবে, গালাগালি করবে কেন? তখন তৃণমূলের কেউ প্রতিবাদ করে না। পুরুষ বলে কি তাঁর ও তাঁর বাবার কোনও সম্মান নেই? শুভেন্দুর বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ। কেবল মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?'

দিলীপের কোন মন্তব্যে বিতর্ক?

দিলীপ ঘোষ বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রে প্রচারে বেরিয়ে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন, 'উনি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।'

JP Nadda dilip ghosh bjp tmc Mamata Banerjee
Advertisment