Advertisment

মন-মেজাজ দুটোই খারাপ দিলীপের! 'সম্মান না দিলে...' কী ইঙ্গিত বিজেপি সাংসদের?

বঙ্গ বিজেপিতে কিছুদিন ধরেই যেন বড্ড বেশি কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Srikrishna is the greatest politician says Dilip Ghosh

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

বঙ্গ বিজেপিতে কিছুদিন ধরেই যেন বড্ড বেশি কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। সম্প্রতি কলকাতায় মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে তাঁর ঘর খালি করা নিয়ে বিতর্ক বাড়ে। খোদ দিলীপ ঘোষই এব্যাপারে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছিলেন। এবার অভিমানের ঝাঁঝটা যেন বাড়তে শুরু করেছে। মুরলীধর সেন লেনে দলের সদর কার্যালয়ে তাঁর ঘর ভেঙে ফেলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ এবার যা যা বললেন তাতে বিতর্ক বাড়ল বই কমছে না।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

"একদিন পার্টি অফিসে গিয়ে দেখলাম আমার ঘরের এসি খুলে ফেলা হয়েছে। আমি তো জানতাম না। কর্মীদের সঙ্গে তবে কোথায় বসে কথা বলব? আমাকে বলা হয়, পাশের ঘরে বসুন। দলের পুরনো কর্মীদের সম্মান দেওয়া উচিত, তা না হলে তাঁরা খারাপ ভাববেন। তবে বিজেপি অফিস তো আর আমার পৈতৃক সম্পত্তি নয়, সেই কারণেই ক্ষুন্ন হইনি। তবে দলে পুরনো কর্মীদের সম্মান না দিলে ক্ষোভ-বিক্ষোভ বাড়বে।"

বিজেপি সদর দফতরে দিলীপ ঘোষের ঘর ভাঙা নিয়ে এর আগে প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল ঘোষের মন্তব্য শোনার পর পাল্টা নিজের ঢঙে তার উত্তরও দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

কুণাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কী বলেছেন দিলীপ ঘোষ?

"কুণাল ঘোষ বন্ধু মানুষ। উনি আানকে ভালোবাসেন। আমার প্রতি ওঁর প্রেম আছে, তার জন্য ধন্যবাদ জানাই। তবে ওঁকে বিজেপি নিয়ে ভাবতে হবে না। তৃণমূল যদি এত চিন্তিত হয় তাহলে দিলীপ ঘোষের জন্য একটা মিছিল করে ফেলুক না। এটা আমাদের দলের ব্যাপার। দলই ঠিক করবে কী করবে।"

তবে শুধু দিলীপ ঘোষই নন। মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে আরও এক প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি রাহুল সিনহার ঘরও ভাঙা পড়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই ঘরগুলিতে এবার দলের আইটি সেলের কর্মীরা বসবেন। আগামী বছরের লোকসভা ভোটের আগে এই ঘরগুলিই হতে টলেছে বিজেপির 'ওয়াররুম'।

আরও পড়ুন- কলকাতায় ‘ডিগবাজি’! সে আবার কী? জানতে চলুন বাগবাজার

এর আগেও তাঁর ঘর ভাঙা নিয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে আগে থেকে এব্যাপারে কথা বলা হলে ভালো হতো। যদিও রাহুল সিনহা এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। তবে তিনিও যে দলের এই সিদ্ধান্তে খুশি নন, সেটা বোঝা গেছে।

তবে দিলীপ ঘোষ কিন্তু দলের কাজের মধ্যেই রয়েছেন। এদিন খড়গপুরে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। রাজ্যের অন্যান্য বেশ কিছু এলাকার পাশাপাশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে খড়গপুরেও। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় খড়গপুর পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বিজেপির। এদিন ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে খড়গপুর পুরসভা অভিযানের নেতৃত্বে ছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

Rahul Sinha West Bengal dilip ghosh bjp
Advertisment