Advertisment

Dilip Ghosh: 'রাজনীতি ছেড়ে গরু চড়াও!', মেজাজ হারিয়ে দলের কর্মীদের বকাঝকা দিলীপের, কী এমন হল?

Lok Sabha Elections 2024: ফের গরুর কথা দিলীপের মুখে! তবে এবার গরুর দুধে সোনা নয়, দলীয় কর্মীদের গরু চড়ানোর পরামর্শ দিলেন দিলী ঘোষ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর এই কথায় শোরগোল পড়ে গিয়েছে। কেন দলীয় কর্মসূচি কর্মীরা পালন করছেন না, তাই নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 results bardhaman durgapur dilip ghosh

Dilip Ghosh: দিলীপ ঘোষ।

Lok Sabha Elections 2024: ফের গরুর কথা দিলীপের মুখে! তবে এবার গরুর দুধে সোনা নয়, দলীয় কর্মীদের গরু চড়ানোর পরামর্শ দিলেন দিলী ঘোষ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর এই কথায় শোরগোল পড়ে গিয়েছে। কেন দলীয় কর্মসূচি কর্মীরা পালন করছেন না, তাই নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

Advertisment

এতদিন তৃণমূলের উপর মেজাজ হারাতেন। এবার নিজের দলের কর্মীদের উপরেই মেজাজ হারালেন দিলীপ ঘোষ। মেজাজ হারিয়ে বকলেন কর্মীদের। বললেন, রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চড়াও গে যাও।

ঠিক কী হয়েছিল?

বুধবার যথারীতি রোজকার মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। তার পর চা-চক্র শেষ করে দুর্গাপুরের গোলপার্কের কাছে গিয়েছিলেন। আসন্ন ভোটের প্রচার এবং কর্মসূচি ঠিক করে পালন হচ্ছে কি না খোঁজ নিতে গিয়েই মেজাজ হারান দিলীপ। ওই এলাকায় দলীয় কর্মীরা যেভাবে প্রচার-কর্মসূচি করছেন, তাতে মোটেও খুশি নন দিলীপ, এমনটাই তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর। ঠিকঠাক কাজ না করায় মেজাজ হারান দিলীপ।

কর্মীদের উপর রেগে গিয়ে বলেন, রাজনীতি করতে এসেছ এখানে। ঠিক ভাবে করো। না হলে গরু চড়াও গা যাও। দিলীপের বকা খেয়ে কর্মীরা তটস্থ হয়ে যান। তাঁরা এর পর দিলীপকে কথা দেন, এবার থেকে মন দিয়ে কাজ করবেন। যেমনটা নেতা চাইছেন, সেইমতো কাজ হবে। তাঁরা আরও সক্রিয় হবেন।

আরও পড়ুন Dilip Ghosh: ‘চমকালে নামটা জানাবেন দেখব কী করে গ্রামে থাকে’, গরম ভাষণে আগুন ঝরালেন দিলীপ!

কেন বকা দিলেন সে প্রসঙ্গে দিলীপ বলেন, 'ওঁরা একই জায়গায় বার বার ‘প্রোগ্রাম’ করছে। আমাকে তো বিভিন্ন জায়গায় যেতে হবে। সময় তো কম। আমি ম্যাক্সিমাম জায়গা কভার করতে চাইছি। মাথা চলছে না ওদের। ‘প্রেশার’ (চাপ) নিতে পারছে না।'

West Bengal dilip ghosh tmc bjp loksabha election 2024
Advertisment