/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/dilip-ghosh-mamata-banerjee-lok-sabha-polls-2024.jpg)
TMC VS BJP: থামবার পাত্র নন দিলীপ ঘোষ!
Dilip Ghosh VS Mamata Banerjee: প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার জিভ টেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ভোট আবহে সরগরম হয় বঙ্গ রাজনীতি। রামনবমীর দিন মুখ্যমন্ত্রী করা সেই মন্তব্যেরই জবাব দিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের পদ্ম প্রার্থী। পাশাপাশি, একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে তাঁর জেল হলে কী হবে তাও জানিয়েছিলেন মমতা। এ দিনও সে নিয়েও বড় ভবিষ্যদ্বাণী করেছেন দিলীপ।
দুর্নীতির অভিযোগে সম্প্রতি দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়াল শ্রীঘরে। বিজেপির দাবি বাংলার বিভিন্ন দুর্নীতির মূল পাণ্ডা মুখ্যমন্ত্রীই। মমতা বন্দ্যোপাধ্যেয়ের ঠাঁই জেলে হওয়া উচিত বলে প্রায়ই দাবি তোলে বিজেপি। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা মঙ্গলবার বলেছিলেন, 'এদের যা অত্যাচার, তার থেকে জেলে যাওয়া অনেক ভাল। জেলে গেলে বরং আমি একটু বিশ্রাম পাব।'
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ বলেছেন, 'জেলটাই ওনার বৃদ্ধাশ্রম হবে। পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলেই অপমান সহ্য করতে হচ্ছে।'
এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের 'জিভ টেনে নিতাম' হুঁশিয়ারি প্রেক্ষিতে বিজেপি প্রার্থী দিলীপের বক্তব্য, 'কী ছিঁড়বেন আপনি? জিভ ছিঁড়বেন? সেদিন আপনার চলে গিয়েছে। এবার মানুষ সব করবে। জুতো, লাঠি, ঝাঁটা দেখাচ্ছে আপনাদের নেতাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ জীবনে এটাও দেখতে হবে। আর ৪০ বছর রাজনীতি করার পর কেউ চোর বললে সেটা লজ্জার।'
আরও পড়ুন-Ram Navami 2024: রাজ্যজুড়ে ৫ হাজার মিছিল হিন্দু জাগরণ মঞ্চের, রাম নবমীতে হিংসা নিয়ে সতর্ক পুলিশ