Advertisment

দলবল নিয়ে বাগানে ভ্রমণ দিলীপের, পেড়ে খেলেন গাছপাকা আম-লিচু

কর্মীদের বললেন, "তোরা শুধু দেখা কোনগুলো পাকা আম, তারপর দেখ কেমন নামাই।"

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh mango litchi Murshidabad

আঁকশি দিয়ে আম পাড়লেন, লিচু পেড়ে কর্মীদের দিলেন দিলীপ।

রাজনৈতিক সভা-মিছিলের পাশাপাশি বিভিন্ন জেলায় গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে মাঠে-ঘাটে ঘুরে বেড়ান দিলীপ ঘোষ। কয়েক মাস আগে হাওড়ায় একটি পুকুর পাড়ে বসে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তারপর বঁড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে শুরু করেন। এবার মুর্শিদাবাদে গিয়ে আঁকশি দিয়ে বাগানের গাছপাকা আম-লিচু পাড়লেন দিলীপ।

Advertisment

নিজের ফেসবুক পেজে সেই ভিডিও পোস্ট করেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলের নেতা-কর্মীরা। আঁকশি দিয়ে আম পাড়লেন, লিচু পেড়ে কর্মীদের দিলেন দিলীপ। কর্মীদের বললেন, "তোরা শুধু দেখা কোনগুলো পাকা আম, তারপর দেখ কেমন নামাই।" গাছপাকা ফল পেড়ে খেয়েও দেখলেন তিনি।

ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, "আমাদের সুজলা সুফলা গ্রাম বাংলা তার ফল, ফুল, শস্যের জন্য প্রসিদ্ধ। মুর্শিদাবাদের নশিপুরে রয়েছে প্রচুর আম, লিচুর বাগান। গরমকালের অন্যতম প্রিয় ফল লিচু পাড়লাম গাছ থেকে। গাছ থেকে টাটকা ফল পেড়ে খাওয়ার আনন্দই আলাদা।"

আরও পড়ুন ‘সেদ্ধ ভাত খান-ভুঁড়ি কমবে’, চেয়ারম্যানকে প্রেসক্রিপশন মমতার, সভাজুড়ে হাসির রোল

দিন কয়েক আগে বকখালিতে গিয়েছিলেন দিলীপ। সেখানে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেলেন তিনি। ব্যাটে বলে করতে অসুবিধা হলেও একটা স্ট্রেট ড্রাইভ দেন। তার পর হাত ঘুরিয়ে বলও করেন। কিন্তু অভ্যাসের অভাবে সেটি লাইন ভুলে অন্যদিকে চলে যায়। দিলীপের এই ভিডিওগুলি রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।

mango Murshidabad dilip ghosh
Advertisment