/indian-express-bangla/media/media_files/2025/04/18/0YIEuyz1dBoUGlXl2rIh.jpg)
বিবাহ বন্ধনে আবদ্ধ দিলীপ ঘোষ, শুরু দাম্পত্যে নয়া ইনিংস।
Dilip Ghosh Marriage UPDATES: অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বঙ্গ বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ। কিছুক্ষণ আগেই আইনি ও বৈদিক মতে বিবাহ সম্পন্ন হয় দিলীপ ঘোষের। হাজির রয়েছেন ২ পরিবারের মোট ৩০ জন অথিতি।
বিদেশ কেন! দেশে এত সুন্দর জায়গা থাকতে, বিয়ের পরই হানিমুন নিয়ে বড় বার্তা দিলীপের।পাশাপশি তিনি বিয়ে উপলক্ষ্যে যারা যারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা আরো বলেন, আমি সকলের কাছ থেকে আগামীদিনের আশীর্বাদ চাইছি। রাজনৈতিক কর্মকান্ড যেমন চলছিল তেমনই চলবে। মুখ্যমন্ত্রী নিজে আজ দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। পাশাপশি ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। এর জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ।
পরিচিত রিঙ্কু মজুমদারের সঙ্গে নিউটাউনের বাড়িতে হিন্দু শাস্ত্র মতে বিয়ে। দু'জনের মন দেওয়া-নেওয়ার পর্বের শুরুটা ঠিক কবে? কীভাবে আলাপ দু'জনের? বিয়ের প্রস্তাবই বা কে কাকে দিলেন? হঠাৎ বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন দিলীপ ঘোষ?
দিলীপ ঘোষ বলেন, "সবই দায়িত্ব পালন হয়ে গেছে। জীবনে বিয়েটাই বাকি ছিল। এটার জন্য যেন পরেরবার যেন পৃথিবীতে আসতে না হয়। বাকি সব হয়ে গেছে। শুধু এটাই বাকি ছিল। ভাবলাম এটাও হয়ে যাক। এবার মায়ের দায়িত্ব পালন করা হয়নি। এবার মায়ের দায়িত্ব পালন করব। ৬ বছর বয়স থেকে বাড়িছাড়া। মায়ের সেবা করব। মা আমার কাছে থাকতে এসেছেন। আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ার লোকও নেই। এবার সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল। রাজনীতি যেমন করছি করব। দল যে কাজ দেবে সেটা করব। এখন মা আছে, আমি আর তৃতীয় একজন এলেন। বাকি আমার ভাই ও তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব যেটা পালন করার সেটা করেছি। মাকেও দেখার দরকার ছিল। তাই আমাকে এটা করতে হল।"
দিলীপ ঘোষকে স্বামী হিসেবে পেয়ে আনন্দে আপ্লুত রিঙ্কু মজুমদারও। তিনি বলেন, "এটা আমার কাছে সোনার সুযোগ। একুশের ভোটের আগে ইকো পার্কে তখন কথাবার্তা হতো। এমপি ইলেকশনে ওনার সঙ্গে একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘনঘন যেতাম পার্কে। ভাবলাম এখন ওনার কাছে ভিড় কমে যাবে।"
সকাল থেকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে নিউটাউনের বাড়িতে হাজির বঙ্গ বিজেপির তাবড় নেতৃত্ব। বেলায় শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বঙ্গ বিজেপির ডাকাবুকো নেতাকে পাঠালেন বিশেষ উপহার। তালিকায় ছিল রঙ বাহারি ফুলের তোড়া, রাজ্য সরকারের তরফে পাঠানো হয় বিয়ে উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা।
-
Apr 18, 2025 19:16 IST
Dilip Ghosh Marriage LIVE: আইনি ও বৈদিক মতে বিয়ে সম্পন্ন দিলীপ ঘোষের
অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বঙ্গ বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ। কিছুক্ষণ আগেই আইনি ও বৈদিক মতে বিবাহ সম্পন্ন হয় দিলীপ ঘোষের। হাজির রয়েছেন ২ পরিবারের মোট ৩০ জন অথিতি। আগামী ১৯ এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওইদিন নিউটাউনে প্রাতঃভ্রমণে অংশ নেওয়া ১৫০ জনকে ইডলি খাওয়াবেন দিলীপ ঘোষ। ওইদিন বিকেলেই সস্ত্রীক খড়গপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
-
Apr 18, 2025 18:09 IST
Dilip Ghosh Marriage LIVE: বিয়ে উপলক্ষ্যে শুভেচ্ছার বন্যা
দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানালেন কীর্তি আজাদ, কুণাল ঘোষ। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। অপরদিকে সকাল থেকেই দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে নিউটাউনের বাড়িতে হাজির বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিকেলে আজকের এই শুভ দিনে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা
-
Apr 18, 2025 18:04 IST
Dilip Ghosh Marriage LIVE: বিয়ের সাজে তৈরি দিলীপ রিংকু
লাল বেনারসি, গলায় ভারী হার। কনের বেশে বিয়ের পিঁড়িতে বসতে আর বাকি হাতে গোনা কিছুটা সময়। বেশ কিছুটা নার্ভাস দেখালেও যথেষ্ট আত্মবিশ্বাসী রিংকু। অপরদিকে দিলীপের পরনে ঘিয়ে পাঞ্জাবী,সাদা পাজামা।
-
Apr 18, 2025 17:57 IST
Dilip Ghosh Marriage LIVE: ছেলেকে সঙ্গে নিয়ে ইডেনে খেলা দেখতে যাওয়া দিলীপের
সংবাদমাধ্যমকে রিঙ্কু মজুমদার বলেছেন, "প্রথমে বিয়েতে ছেলেকে রাখব না বলেই আমরা ঠিক করেছিলাম। তবে ছেলের অফিসেও আজ থেকে চার দিনের ছুটি পড়ে গেছে। তাই আজ সকালে বেড়াতে চলে গিয়েছে। তবে আমার ছেলে খুব খুশি। হয়তো ওরও একটা বাবার জায়গা ফাঁকা ছিল। ছেলে ওর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিল। ছেলেকে নিয়ে খেলা দেখতে উনি ইডেনেও গিয়েছিলেন।"
-
Apr 18, 2025 17:55 IST
Dilip Ghosh Marriage LIVE: শুভেচ্ছা জানিয়েও খোঁচা কল্যাণের
দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সত্যি বিয়ে করছে? আমি খুব খুশি। মানুষটা ভালো, খারাপ নয়। খাওয়া-দাওয়ার অসুবিধা হচ্ছে তো...সেগুলো এখন ঠিক হয়ে যাবে। এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে... যে ওর শক্তি কত... সেটা এখন আর বাইরে দেখাতে হবে না। ঘরেই দেখাবে।"
-
Apr 18, 2025 17:53 IST
Dilip Ghosh Marriage LIVE: সকাল থেকে নিউটাউনের বাড়িতে সাজো সাজো রব
সকাল থেকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে নিউটাউনের বাড়িতে হাজির বঙ্গ বিজেপির তাবড় নেতৃত্ব। বেলায় শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বঙ্গ বিজেপির ডাকাবুকো নেতাকে পাঠালেন বিশেষ উপহার। তালিকায় ছিল রঙ বাহারি ফুলের তোড়া, রাজ্য সরকারের তরফে পাঠানো হয় বিয়ে উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা।
-
Apr 18, 2025 17:52 IST
Dilip Ghosh Marriage LIVE: দিলীপকে স্বামী হিসাবে পেয়ে কী বললেন রিংকু?
দিলীপ ঘোষকে স্বামী হিসেবে পেয়ে আনন্দে আপ্লুত রিঙ্কু মজুমদারও। তিনি বলেন, "এটা আমার কাছে সোনার সুযোগ। একুশের ভোটের আগে ইকো পার্কে তখন কথাবার্তা হতো। এমপি ইলেকশনে ওনার সঙ্গে একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘনঘন যেতাম পার্কে। ভাবলাম এখন ওনার কাছে ভিড় কমে যাবে।"
-
Apr 18, 2025 17:50 IST
Dilip Ghosh Marriage LIVE: বিয়ের অনুষ্ঠানে কি মেনু?
রেজিস্ট্রির পাশাপাশি বৈদিক মতেও বিয়ে হবে দিলীপ রিংকুর। পরিবার সূত্রে খবর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন দুই বাড়ির ৩০ জন অথিতি। পাশাপাশি থাকবেন ১০ জন নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা। বিয়ের মেনুতে থাকছে বাঙালিয়ানার ছোঁয়া। আজকের বিশেষ এই অনুষ্ঠানে মেনুতে থাকবে ভাত, ডাল, আলুর চিপস, তরকারি, কাতলা মাছের কালিয়া, আইসক্রিম, রসগোল্লা।