scorecardresearch

ফের গরু নিয়ে মুখ খুললেন দিলীপ, ‘কাউ হাগ ডে’ প্রত্যাহারে মন খারাপ?

‘কাউ হাগ ডে’ প্রত্যাহার নিয়ে দিলীপের বক্তব্য শুনুন ভিডিও-য়।

dilip ghosh on govt withdrawl appeals to celebrate cow hug day
'কাউ হাগ ডে' প্রত্যাহার ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ।

এর আগেও গরু নিয়ে তাঁর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল। গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব খাড়া করে বিতর্কের স্রোত বইয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। এহেন দিলীপ ঘোষই ফের একবার মুখ খুললেন সেই গরু নিয়েই। ঢাক ঢোল পিটিয়ে ভ্যালেন্টাইন্স ডে-র দিনে ‘কাউ হাগ ডে’ পালনের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধতেই শেষমেশ ঢোক গিলেছে কেন্দ্র। প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেই কর্মসূচি। যা নিয়ে দিলীপ ঘোষ এবার প্রতিক্রিয়া দিয়েছেন।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?

শনিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের ‘কাউ হাগ ডে’ প্রত্যাহার ইস্যুতে মুখ খোলেন দিলীপ। তিনি বলেন, ‘জানিনা কেন করেছিল। সরকার হয়তো পরীক্ষামূলক ভাবে দেখতে চেয়েছিল, কি পরিস্থিতি হয়। এগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। আমাদের দেশে সব কিছু নিয়েই বিতর্ক হয়। অনেকেরই প্রথমে মেনে নিতে অসুবিধা হয়। কে করেছে, কেন করেছে দেখতে হবে। সিএএ পাশ হয়েছে। কিন্তু লাগু হয়নি। কৃষি বিলও প্রত্যাহার করতে হল। অথচ দেশের জন্য সেটা দরকার ছিল।’

শুনুন কী বলছেন দিলীপ ঘোষ?

আরও পড়ুন- ‘মন্দির সামলাবেন তাঁরাই’, দাবি আদায়ে রেল অবরোধে আদিবাসীরা, আটকে বহু ট্রেন

উল্লেখ্য, এবারের ভ্যালেন্টাইন্স ডে-র দিনে গোমাতাকে শ্রদ্ধা জানাতে অভূতপূর্ব পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। রীতিমতো কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, ‘পশ্চিমী সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমী সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়। গরুর থেকে প্রচুর উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ। তাই, গোমাতার উপকারের কথা মাথায় রেখে সমস্ত গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর পাশাপাশি কাউ হাগ ডে হিসেবে পালন করা হোক।’

আরও পড়ুন- তাপমাত্রার ওঠানামা জারি, আজ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন লেটেস্ট আপডেট

যদিও সেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। কর্মসূচি প্রত্যাহার করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৪ই ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস উদযাপনের জন্য ভারতের পশু কল্যাণ বোর্ড কর্তৃক জারি করা আবেদন প্রত্যাহার করা হয়েছে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Dilip ghosh on govt withdrawl appeals to celebrate cow hug day