Advertisment

'পাপের প্রায়শ্চিত্ত করলেন মমতা', কড়া কথা দিলীপের

সমালোচনা করেছে বাম দলগুলিও।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh on mamata banerjee-s govt-grants increase to durga puja committees

দুর্গা পুজোর অনুদান ঘিরে দিলীপের নিশানায় মমতা।

বঙ্গের প্রায় ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিগুলির সরকারি অনুদান বাড়ান হল। ৫০ হাজারের বদলে এবার মিলবে ৬০ হাজার টাকা। সোমবার বিরাট এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। খুশি পুজো কমিটিগুলি। কিন্তু, মমতা সরকারের এই পদক্ষেপের নেপথ্যে অন্য গন্ধ পাচ্ছে গেরুয়া শিবির। সমালোচনা করেছে বাম দলগুলিও। চাঁচাছোলা ভাষায় সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।

Advertisment

পুজোর অনুদান বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, 'প্রায়শ্চিত্ত করা হচ্ছে। গরু মেরে জুতো দান। গোটা পশ্চিমবঙ্গে লুঠ করে দুর্গাপুজোয় দক্ষিণা দেওয়া হচ্ছে, যাতে পাপ ধুয়ে যায়। দুর্নীতি করে এখন সেটা ঢাকার চেষ্টা হচ্ছে। রাজ্যবাসী যদি মাসে ৫০০ টাকা বা পুজোয় ৬০ হাজার টাকা নিয়ে খুশি থাকে তাহলে খুব ভাল। তবে চেলে, মেয়েদের ভবিষ্যৎ লুঠ হয়ে যাচ্ছে। মানুষ অন্ধকার ভিষ্যতের জন্য অপেক্ষা করুক।'

আরও পড়ুন- জল্পনা সত্যি করে বাড়ল পুজোর অনুদান, মমতার ঘোষণায় উদ্যোক্তাদের মুখে হাসি

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে তৃমুখ্যমন্ত্রী বলেছেন, 'পুজো করতে গেলে খরচ তো আছেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। সব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দিয়েছে। গত বার কত দিয়েছিলাম? আমার ভাঁড়ার শূন্য। মা দুর্গা ভাঁড়ার ভর্তি করবেন আশা করি। তাই আমাদের কষ্ট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকাকে ৬০ হাজার টাকা করে দিলাম।'

মুখ্যমন্ত্রীর নির্দেশ, পুজো কমিটিগুলিকে এবার বিদ্যুৎ সব সরবরাহকারী সংস্থাগুলি ৬০ শতাংশ করে ছাড় দেবেন। এছাড়া অন্যান্যবারের মতই বিজ্ঞাপণ কর দিতে হবে না। প্রয়োজনীয় সব অনুমতিও মিলবে অনলাইনে।

Mamata Government durga puja 2022 Durga Puja dilip ghosh bjp tmc Mamata Banerjee
Advertisment