Advertisment

'অনেকে কালীঘাটে প্রণাম করেন, উনি ওখানে করেছেন', শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

বিধানসভায় মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh on mamata-suvendu talks at assembly

মমতা-শুভেন্দু সৌজন্য সাক্ষাৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের।

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী সৌজন্য সাক্ষাৎ নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। সূত্রের খবর, শুক্রবার মুখ্যমন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন শুভেন্দু অধিকারী। সেবিষয়ে আজ দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ''অনেকে কালীঘাটে গিয়ে প্রণাম করেন। উনি ওখানে (বিধানসভায়) প্রণাম করেছেন। এটা ব্যক্তিগত সম্পর্ক।''

Advertisment

শুক্রবার নজিরবিহীন একটি ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য বিধানসভা। সংবিধান দিবসে বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এরপর দলের তিন বিধায়ককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েছিলেন। মিনিট চারেকের সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রীকে প্রণামও জানিয়েছেন বিরোধী দলনেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ-পর্ব নিয়ে কথা বলেছেন বিরোধী দলনেতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সেই সৌজন্য সাক্ষাৎ নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির সর্বভারতী সহ সভাপতি দিলীপ ঘোষের। তিনি এদিন বলেন, ''ওনাদের পুরনো সম্পর্ক, বহু বছরের। কী আছে জানি না। অনেকে কালীঘাটে গিয়ে প্রণাম করেন। উনি ওখানে (বিধানসভায়) প্রণাম করেছেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক। প্রণাম করাটা পাবলিক ম্যাটার বলে মনি করি না। সেটা ব্যক্তিগত সম্পর্ক।''

আরও পড়ুন- অপারেশনের ভয়েই পালান প্রৌঢ়, SSKM-এর নিখোঁজ রোগীর হদিশ দিল পুলিশ

অন্যদিকে, মমতা-শুভেন্দু সৌজন্য সাক্ষাৎ নিয়ে কটাক্ষের সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলায়। তিনি বলেন, ''শুভেন্দু অধিকারী একটা সময় মমতা ব্যানার্জির শিষ্য ছিলেন। মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জেলায় পঞ্চায়েত ব্যবস্থা লুঠ করার প্রধান সৈনিক ছিলেন তিনি। মমতা ব্যানার্জির কয়েকজন বিশ্বস্ত সৈনিক বা লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে রয়েছেন এখনকার বিরোধী দলনেতা।''

তিনি আরও বলেন, ''মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর সব জেলায় নির্বাচন হতে না দেওয়া, মনোনয়নপত্র পেশ করতে না দেওয়া, পুলিশকে ব্যবহার করা, এসব নানা কীর্তি-কাহিনী মমতা ব্যানার্জির নির্দেশে শুভেন্দুবাবু বাংলায় করেছেন। এটা সবাই জানেন। তাই দিদির শিষ্য যখন ছিলেন তখন তো প্রণাম করেছেন, এখনও করছেন।'' সিপিম নেতা শমীক লাহিড়ি ফের একবার বিজেপি-তৃণমূলকে একাসনে বসিয়ে শুভেন্দু-মমতা সাক্ষাৎপর্ব নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, ''কে বিজেপি কে তৃণমূল বোঝাই দায়। এতো মিলেমিশে সব একাকার।''

Mamata Banerjee dilip ghosh Suvendu Adhikari
Advertisment