ফের একবার মুকুল রায় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। বাংলা ছেড়ে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। মোদী-শাহ-নাড্ডার দেখা পেতে মরিয়া বর্ষীয়ান রাজনীতিবিদ। বিজেপির হয়ে কাজ করতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে চান মুকুল। তবে বিজেপি কী সত্যিই আর তাঁকে চায়? দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এর উত্তর দিলেন।
এদিন দিলীপ ঘোষ বলেন, 'ওঁকে কে দলে নেবেন তাও জানি না। ওঁর মধ্যে এখন আর কিছু বাকি নেই। মুকুল বলছেন বিজেপিতে ছিলাম, আছি, থাকব। বলছেন সিপিএমকে তাড়াতে হবে। এখানে কি সিপিএম আছে? ওঁর মাথার ঠিক আছে? উনি অসুস্থ। ছেলে বলছে বাবা পাগল। আগে বাপ-ছেলে মিলে ঠিক করুক কে কি?'
আরও পড়ুন- দুর্নীতির অভিযোগ উঠতেই ‘তুই-তোকারি’ তৃণমূলের অপরূপার, পাল্টা ‘ঢিল’ বিজেপি নেতারও
উল্লেখ্য, গত সোমবার সন্ধে থেকে রাজ্য রাজনীতিতে জোর চর্চা পড়ে গিয়েছিল মুকুল রায়কে নিয়ে। তিনি নিখোঁজ বলে থানায় ডায়েরি পর্যন্ত করেছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। যদিও পরে বাবা-ছেলের ফোনে কথা হয়। মুকুল রায় জানান, তিনি নিজের ইচ্ছাতেই দিল্লিতে এসেছেন। তবে একুশের ভোটের পর তৃণমূলে ফেরা মুকুল জানান, তিনি নাকি বিজেপিতেই ছিলেন, মাঝে কয়েকঘণ্টার জন্য তৃণমূলে গিয়েছিলেন।
আরও পড়ুন- দহনজ্বালা জুড়োতে দুয়ারেই বৃষ্টি! জেনে নিন দিনক্ষণ
বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে তাঁর কথায় কিছু অসঙ্গতি ধরা পড়েছে। কখনও বলেছেন, 'বাংলা থেকে সিপিএমকে তাড়াতে হবে!' যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরপর তিনবারের ক্ষমতাসীন দল তৃণমূল। তাই মুকুল রায়ের এসব বক্তব্য থেকেই তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মুকুল রায় নিজে দাবি করেছেন তিনি সম্পূর্ণ সুস্থ।