Advertisment

Dilip Ghosh: 'গাড়ি ঠিক দিকেই দৌড়োচ্ছে', স্বপ্নাতীত সাফল্যের শিখর ছোঁবে BJP, আশাবাদী দিলীপ

একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে মোদী। এনিয়ে আরও আত্মবিশ্বাসী বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। ঠিক কী বলেছেন, প্রবীণ এই বিজেপি নেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh On Exit Poll Bengal Loksabha Seat 2024

দিলীপ ঘোষ

Dilip Ghosh On Exit Poll: ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচন গতকালই শেষ হয়েছে। সাত দফায় দেশের মোট ৫৪৩টি আসনের ফলাফল এখন ইভিএমে বন্দী। আগামী ৪ঠা জুন ভোটের ফল প্রকাশ। দেশ জুড়ে চরম উত্তেজনা। এর মাঝেই বুথ একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে মোদী। এনিয়ে আরও আত্মবিশ্বাসী বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ।

Advertisment

ঠিক কী বলেছেন, প্রবীণ এই বিজেপি নেতা? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, "এক্সিট পোল অনেক হয়েছে। এনিয়ে কোন সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদী । কিন্তু সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল। এখনও চলছে ৪ তারিখ পর্যন্তও চলবে। ৩৭০ হবে কিনা! এনডিএ ৪০০ পার করবে কিনা এই নিয়ে প্রশ্ন। পক্ষেই এগোচ্ছে গাড়ি। যেভাবে মানুষ ভোট দিয়েছে সারা দেশে এই টার্গেটও পুরো হয়ে যাবে"।

এদিকে বিরোধী 'ইন্ডিয়া জোট' ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী। শেষ দফার ভোটে ৮টি রাজ্যের ৫৭টি আসনের ভোটপর্ব অনুষ্ঠিত হয়। ৪৪ দিনের দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার পর, ৪ঠা জুন ভোট গণনা, সামনে আসবে ফলাফল। তবে তার আগেই দেশের 'মেজাজ' এখন এক্সিট পোলে। কেন্দ্রের ক্ষমতার রাশ এবার কার হাতে যাবে তা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ।

এক্সিট পোল সংখ্যার গড় অনুসারে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ প্রায় ৩৬৫ টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ক্ষমতায় ফিরতে চলেছে। বিরোধী ইন্ডিয়া জোট ১৪২ আসন পেতে চলেছে। অন্যান্যরা পেতে পারে ৩৬টি আসন। এদিকে বাংলার আসন সংখ্যার নিরিখে ABP C Voter সমীক্ষা অনুসারে ১৩-১৭টি আসন পেতে চলেছে তৃণমূল। ২৩-২৭টি আসন পেতে চলেছে বিজেপি। ১-৩টি আসন পেতে চলেছে বাম-কংগ্রেস জোট। ভোটের শতাংশের নিরিখে ৪১.৫ শতাংশ ভোট পেতে চলেছে তৃণমূল। ৪২.৫ শতাংশ ভোট পেতে চলেছে বিজেপি। বাম-কংগ্রেস জোট পেতে চলেছে ১৩.২ শতাংশ। অন্যান্যরা পেতে চলেছে ২.৮ শতাংশ ভোট।

আরও পড়ুন - < Arunachal Pradesh & Sikkim Assembly Election Result 2024 Live: অরুণাচলে বাম্পার ফলের পথে BJP! সিকিমে দুরন্ত বিজয়ের পথে দৌড় SKM-এর >

সুতরাং এক্সিট পোলের প্রকাশিত সমীক্ষা রিপোর্ট থেকে স্পষ্ট বাংলায় আসন বাড়তে চলেছে বিজেপির। সেই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, " ১৯ সালের যে ইতিহাসে আমার মনে আছে সমস্ত এক্সিট পোল কে আমরা ফেল করে দিয়েছিলাম। এবারেও ফেল করে দেব। কেউ ২৭ দেখিয়েছে কেউ কেউ ২৫ দেখেছি কিন্তু আমাদের নেতা অমিত শাহ ৩০ পর্যন্ত টার্গেট দিয়েছে, আমরা সেখানেই পৌঁছাব"।

এক নজরে দেখে নেওয়া যাক বাংলার আসন সংখ্যা নিয়ে কী বলছে এক্সিট পোলের রিপোর্ট?
-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের সমীক্ষা অনুসারে বাংলায় বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন এবং তৃণমূল পেতে পারে মাত্র ১১ থেকে ১৪টি আসন।

-এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট অনুসারে বাংলায় তৃণমূল পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন, বিজেপি ২৩ থেকে ২৭ আসন, বাম-কংগ্রেস ১ থেকে ৩টি আসন পেতে পারে।

-Jan Ki Baat-এর এক্সিট পোলের রিপোর্ট অনুসারে বাংলায় তৃণমূল ১৬ থেকে ১৮টি, বিজেপি ২১ থেকে ২৬টি এবং বাম কংগ্রেস জোট ৩টি আসন পেতে পারে।

-নিউজ ১৮ এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে ৪২ আসনে তৃণমূল পেতে পারে ১৮ থেকে ২১ টি আসন। বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪ টি আসন।

শেষ দফার ভোটপর্বেও বাংলা দেখেছে তার চেনা 'ট্র্যাডিশন'। ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। কোথাও ভুয়ো ভোটার, কোথাও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, কোথাও আবার আক্রান্ত খোদ শাসক দল। ভোট হিংসা নিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ বলেছেন, " টিএমসি যে হিংসাত্বক ভাবে ভোট লুট করার চেষ্টা করেছে তা করেও একটা ভোটও আটকাতে পারেনি। ওদের হতাশা গতকালকের ব্যবহারেই ফুটে উঠেছে। ভেবেছিল কলকাতার আশেপাশের আসনগুলি বাঁচাবে। সেটাও সম্ভব হবে না। কারণ মানুষ যেভাবে শান্তিপূর্ণ ভোট দিয়েছে। ওরা বুঝতে পেরেছে ভোট তাদের বিপক্ষে যাচ্ছে। শেষ যে গড় কলকাতার আশেপাশে তাতে করে সেটাও ওদের হাত থেকে চলে যাবে" ।

ভোটের দিন বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। হিংসা, পালটা হিংসা, পথ অবরোধ, বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া, শেখ শাজাহানের খাসতালুকে আক্রান্ত শাসকদল। এমন নানান ছবি দিনভর দেখা গিয়েছে মিডিয়ায়। সন্দেশখালি প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "গতকাল সকাল থেকেই উৎপাত করার চেষ্টা করেছে তৃণমূল। ভোট লুট করে জিততে চেষ্টা করেছে। কিন্তু পারেনি। ওই মহিলারা যারা ছয় মাস ধরে আন্দোলন করছে তারা যেভাবে প্রতিবাদ করেছে, তাতে এগিয়ে এসে পুলিশকেও মাথানত হাতজোড় করতে হয়েছে। এই ভোটটা যে পড়েছে তাতে টিএমসি চিন্তায় আছে" ।

tmc bjp Mamata Banerjee dilip ghosh modi Exit Poll লোকসভা নির্বাচন ২০২৪
Advertisment